Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ভালবাসার এসএমএস

Googleplus Pint
মানুষের মাঝে আছে মন,
মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন,
জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালবাসা,

আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?
Hasan
Reply
প্রিয়জন যদি থাকে পাশে,
মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে।
ভালোবাসা বুঝি তখনি সত্যি হয় ,
যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।
Hasan
Reply
বুক ভরা ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য,
তুমি যে আমার আমি যে তোমার
____ তুমি শুধু আমার জন্যে____
Hasan
Reply
আমার ভালোবাসা সেদিন সার্থক হবে…
যে দিন ভালোবাসার মানুষটি
১ ফোটা চোখের জল ফেলে বলবে…
আমি শুধু তোমাকেই ভালোবাসি।
Hasan
Reply
টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি,
কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে,
মনটা নাচে ছন্দে উতলা আনন্দে,
জানু শুধু তোমার জন্য ।
Hasan
Reply
এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,
এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে.
Hasan
Reply
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন,
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা.
Hasan
Reply
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
Hasan
Reply
যদি বৃষ্টি হতাম...... তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!
Hasan
Reply
ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।।
তোকে অনেক ভালবাসি ।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কষ্টের এসএমএস Hasan 48 28,340 06-24-2017, 06:08 PM
Last Post: Md Miptaul Islam
  শুভ নববর্ষ এসএমএস Hasan 27 14,449 02-04-2017, 11:20 PM
Last Post: Hasan
  জন্মদিন এসএমএস Hasan 17 9,532 02-04-2017, 11:17 PM
Last Post: Hasan
  ঈদ মোবারাক এসএমএস Hasan 45 24,051 02-04-2017, 11:16 PM
Last Post: Hasan
  ইসলামিক এসএমএস Hasan 39 18,219 02-04-2017, 10:56 PM
Last Post: Hasan
  শুভ রাত্রি এসএমএস Hasan 21 11,922 02-04-2017, 10:49 PM
Last Post: Hasan
  শুভ সকাল এসএমএস Hasan 65 25,738 02-04-2017, 10:40 PM
Last Post: Hasan
  বোকা বানানোর এসএমএস Hasan 37 26,457 02-04-2017, 10:33 PM
Last Post: Hasan
  মনে পরার এসএমএস Hasan 19 11,457 02-04-2017, 10:29 PM
Last Post: Hasan
  উপদেশ এসএমএস Hasan 18 11,426 02-04-2017, 10:27 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 26 Guest(s)