Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

শুভ সকাল এসএমএস

Googleplus Pint
#21
তাকিয়ে দেখ পুব আকাশে সুর্য মামা হাসে।
সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে।
দরজা খোল সকাল হলো ফুরিয়ে গেছে রাত।
তোমার দুয়ারে দাড়িয়ে আছি জানাতে তোমায় সুপ্রভাত।
Hasan
Reply
#22
ভোরের আলো দিল উঁকি,,,
তোমার আশায় আমি থাকি…
আমার কাছে আসবে বলে,,,
বাগান ভরা ফুলে ফুলে…
খুশির জোয়ার সীমাহীন,,,
.
তোমায় জানাই গুড মর্নিং।
Hasan
Reply
#23
স্বপ্ন দেখার প্রহর শেষে,
ফিরল পরি ঘুমের দেশে।
কাল মেঘের আড়াল থেকে সুর্য দিল দেখা।
তাকিয়ে দেখ ভোরের আলোয়
নতুন স্বপ্ন লেখা।

-শুপ্রভাত-
Hasan
Reply
#24
জীবন সাজাও স্বপ্ন দিয়ে,
মন সাজাও মন দিয়ে।
রাত সাজাও চাঁদ ও অনেক তারা দিয়ে,
সকাল সাজাও গুড মর্নিং বলে,

"হ্যাপি গুড ডে টু ইউ"
Hasan
Reply
#25
মিষ্টি মিষ্টি আজকের সকাল,
উষ্ণ আকাশ মৃদু মৃদু বইছে বাতাস।
দু চোখ খুলেছি শুধু তোমার টানে।
আমায় রেখ তোমার মনের একটি কোনে।
ভাল কাটুক তোমার আজকের সারাটা দিন,
তোমায় জানাই "শুভ সকাল"।
Hasan
Reply
#26
আজ সকালে ঘুম ভাঙল,
একটি পাখির ডাকে।
উঠে দেখি স্নিগ্ধ সূর্য
উকি দিয়েছে আকাশে।
প্রকৃতির চার পাশে
উঠে গেছে আলো।
ভোরের হিমেল হাওয়ায়
মনটা আমার অনেক ভাল।

--সুপ্রভাত--
Hasan
Reply
#27
গান শোনাল ভোরের পাখি,,
এখনও কেউ ঘুমাও নাকি?
আমি তোমায় কত ডাকি,
এবার একটু খোল আঁখি…
কেটে গেল রাত্রি কাল,
তোমায় জানাই শুভ সকাল।
Hasan
Reply
#28
শীতের সকালে,
কুয়াশার চাদরে
ঢাকা সূর্যের আলোতে।
যদি ঘুম ভাঙে তোমার,
মনে করবে প্রথম
"গুড মর্নিং" উইশটা
ছিল শুধু আমার।

শুভ সকাল ।
Hasan
Reply
#29
ভোরের প্রথম সোনালি আলো,
স্বপ্ন গুলো জাগিয়ে গেল।
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোঁয়ায়।
ফুটলো সকাল কাটলো রাত ,
তোমাকে জানাই শুপ্রভাত।
Hasan
Reply
#30
আসব রাতে স্বপ্ন হয়ে,,
থাকব আমি কাছে…
চোঁখ খুলতেই চলে যাব,,
ভোরের আলোর দেশে…
দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে,,
শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্তের সাথে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কষ্টের এসএমএস Hasan 48 24,746 06-24-2017, 06:08 PM
Last Post: Md Miptaul Islam
  শুভ নববর্ষ এসএমএস Hasan 27 12,540 02-04-2017, 11:20 PM
Last Post: Hasan
  জন্মদিন এসএমএস Hasan 17 8,301 02-04-2017, 11:17 PM
Last Post: Hasan
  ঈদ মোবারাক এসএমএস Hasan 45 20,934 02-04-2017, 11:16 PM
Last Post: Hasan
  ইসলামিক এসএমএস Hasan 39 15,498 02-04-2017, 10:56 PM
Last Post: Hasan
  শুভ রাত্রি এসএমএস Hasan 21 10,352 02-04-2017, 10:49 PM
Last Post: Hasan
  বোকা বানানোর এসএমএস Hasan 37 23,948 02-04-2017, 10:33 PM
Last Post: Hasan
  মনে পরার এসএমএস Hasan 19 10,067 02-04-2017, 10:29 PM
Last Post: Hasan
  উপদেশ এসএমএস Hasan 18 10,103 02-04-2017, 10:27 PM
Last Post: Hasan
  ঋতু কালিন এসএমএস Hasan 23 14,649 02-04-2017, 10:26 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)