Posts: 5,384
Threads: 2,057
Joined: Dec 2016
Reputation:
1
পাঠকের প্রশ্ন: আমার কানপচা রোগ আছে। এটি ছোটবেলা থেকেই আছে। আমি যখন পুকুরে গোসল করতাম, কান দিয়ে প্রচুর পচা পানি পড়তো। এখনও পচা পানি পড়ে কিন্তু কম। কান চুলকায়, আমি সবসময় কোনো শলাকা কানে দিয়ে পচা পানি বের করি। আমি ডাক্তার দেখিয়েছি। কিন্তু স্থায়ীভাবে ভালো হচ্ছে না। আমার বয়স এখন ২০ বছর। আমি জানতে চাইছি- এর স্থায়ী চিকিৎসা আছে কী? এছাড়া এর কী ঘরোয়া কোনো চিকিৎসা আছে?
Hasan
Posts: 5,384
Threads: 2,057
Joined: Dec 2016
Reputation:
1
বিশেষজ্ঞের উত্তর: আপনি বলেছেন যে, ছোটবেলা থেকেই আপনার কানপচা রোগ আছে এবং কান থেকে পচা পানি পড়ে। অর্থাৎ ছোটবেলা থেকেই আপনার কানে ইনফেকশন বিদ্যমান। এইরকম দীর্ঘমেয়াদী ইনফেকশন থাকলে কানের পর্দা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি পুকুরে ডুব দেওয়া ও কানে শলাকা ঢোকানো বন্ধ করুন এবং একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যান।
যদি কানের পর্দা ছিদ্র হয়ে থাকে, তাহলে আপনাকে দীর্ঘদিন এন্টিবায়োটিক খেয়ে কানের ইনফেকশন কমাতে হবে ও কান শুকাতে হবে। তারপর চিকিৎসক প্রয়োজন মনে করলে আপনার কানের অপারেশন করবেন। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন
ডাঃ লুৎফুন্নাহার নিবিড়
মেডিকেল অফিসার
কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
Hasan