03-12-2017, 01:59 PM
বাঁহাতি মানুষদের বিষয়ে বেশ কিছু তথ্য রয়েছে যা অনেকেরই জানা নেই। এ লেখায় তুলে ধরা হলো তেমন ১৪ তথ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রাইট সাইড।
১. বিশ্বে বাঁহাতি মানুষদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ।
২. বাঁহাতি নারীর তুলনায় বাঁহাতি পুরুষের সংখ্যা প্রায় দ্বিগুণ।
৩. বাঁহাতিদের অন্য মানুষের তুলনায় আইকিউ সামান্য বেশি। বুদ্ধিমত্তা ও আইকিউ বিষয়ে কাজ করা প্রতিষ্ঠান মেনসার হিসাবে তাদের ২০ শতাংশ মানুষ বাঁহাতি।
৪. বহু বাঁহাতি মানুষেরই সঙ্গীত বাজানোর অসাধারণ দক্ষতা রয়েছে। এছাড়া তাদের শ্রবণশক্তিও অত্যন্ত ভালো।
৫. বক্সিং প্রতিযোগিতার ক্ষেত্রে দেখা যায়, তাদের স্বর্ণপদক বিজয়ীদের মাঝে ৪০ শতাংশই বাঁহাতি।
৬. উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁহাতিরা অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন। এছাড়া বাঁহাতিরা অন্যদের তুলনায় ২৬ শতাংশ ধনী হয়ে থাকে।
৭. যে বাবা-মায়ের উভয়েই বাঁহাতি, তাদের সন্তানের বাঁহাতি হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ।
৮. বিড়ালের ক্ষেত্রে দেখা যায়, মাদি বিড়াল ডান হাতি এবং হুলো বা পুরুষ বিড়াল ডানহাতি।
৯. বাঁহাতি মানুষদের সঙ্গে ডানহাতিদের পছন্দেরও কিছু অমিল রয়েছে। যেমন ওয়্যার-বাউন্ড নোটবুক বাঁহাতিদের বেশি অপছন্দ করতে দেখা যায়।
১০. বাঁহাতিরা বহু ধরনের প্রণোদনায় ভালো কাজ করে। এমনকি তারা ভিডিও গেমেও দক্ষ হয়ে থাকে।
১১. বয়স বাড়লে নারীদের জন্ম দেওয়া শিশুর বাঁহাতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
১২. ডানহাতিদের তুলনায় বাঁহাতিরা চার থেকে পাঁচ মাস পরে তাদের বয়ঃসন্ধিতে পৌঁছায়।
১৩. বাঁহাতিরা ডানহাতিদের তুলনায় বেশি তাদের অন্য হাতটি ব্যবহার করে। কম্পিউটারের মাউস ব্যবহারের ক্ষেত্রেও এটি দেখা যায়।
১৪. অ্যাপলের ম্যাকবুক তৈরির টিমের প্রতি পাঁচজনের মধ্যে চারজনই ছিলেন বাঁহাতি।
১. বিশ্বে বাঁহাতি মানুষদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ।
২. বাঁহাতি নারীর তুলনায় বাঁহাতি পুরুষের সংখ্যা প্রায় দ্বিগুণ।
৩. বাঁহাতিদের অন্য মানুষের তুলনায় আইকিউ সামান্য বেশি। বুদ্ধিমত্তা ও আইকিউ বিষয়ে কাজ করা প্রতিষ্ঠান মেনসার হিসাবে তাদের ২০ শতাংশ মানুষ বাঁহাতি।
৪. বহু বাঁহাতি মানুষেরই সঙ্গীত বাজানোর অসাধারণ দক্ষতা রয়েছে। এছাড়া তাদের শ্রবণশক্তিও অত্যন্ত ভালো।
৫. বক্সিং প্রতিযোগিতার ক্ষেত্রে দেখা যায়, তাদের স্বর্ণপদক বিজয়ীদের মাঝে ৪০ শতাংশই বাঁহাতি।
৬. উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁহাতিরা অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন। এছাড়া বাঁহাতিরা অন্যদের তুলনায় ২৬ শতাংশ ধনী হয়ে থাকে।
৭. যে বাবা-মায়ের উভয়েই বাঁহাতি, তাদের সন্তানের বাঁহাতি হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ।
৮. বিড়ালের ক্ষেত্রে দেখা যায়, মাদি বিড়াল ডান হাতি এবং হুলো বা পুরুষ বিড়াল ডানহাতি।
৯. বাঁহাতি মানুষদের সঙ্গে ডানহাতিদের পছন্দেরও কিছু অমিল রয়েছে। যেমন ওয়্যার-বাউন্ড নোটবুক বাঁহাতিদের বেশি অপছন্দ করতে দেখা যায়।
১০. বাঁহাতিরা বহু ধরনের প্রণোদনায় ভালো কাজ করে। এমনকি তারা ভিডিও গেমেও দক্ষ হয়ে থাকে।
১১. বয়স বাড়লে নারীদের জন্ম দেওয়া শিশুর বাঁহাতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
১২. ডানহাতিদের তুলনায় বাঁহাতিরা চার থেকে পাঁচ মাস পরে তাদের বয়ঃসন্ধিতে পৌঁছায়।
১৩. বাঁহাতিরা ডানহাতিদের তুলনায় বেশি তাদের অন্য হাতটি ব্যবহার করে। কম্পিউটারের মাউস ব্যবহারের ক্ষেত্রেও এটি দেখা যায়।
১৪. অ্যাপলের ম্যাকবুক তৈরির টিমের প্রতি পাঁচজনের মধ্যে চারজনই ছিলেন বাঁহাতি।
Hasan