06-26-2017, 02:01 AM
একজনের ‘প্রোফাইল পিকচার’ অন্যজনের হাতে যাওয়া ঠেকাতে নতুন একটি ফিচার চালুর বিষয়ে পরীক্ষা শুরু করেছে ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক ঘোষণার মাধ্যমে ভারতে এ সংক্রান্ত একটি পাইলট প্রজেক্ট শুরুর কথা জানিয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে টেকক্রাঞ্চ।
নতুন এই ‘ফটো গার্ড’ ফিচারটিতে যেসব ব্যবস্থা থাকবে তার মধ্যে রয়েছে-
১. একজনের প্রোফাইল ছবি অন্যজন ডাউনলোড করতে পারবেন না অথবা শেয়ার করতে পারবেন না।
২. একজনের প্রোফাইল ছবিতে অন্যজন তার বন্ধুদের ট্যাগ করতে পারবেন না।
৩. কেউ অন্য কারো প্রোফাইল ছবির স্ত্রিনশট নিতে পারবেন না। প্রাথমিকভাবে এ সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন।
৪. ফিচারটি যখন চালু হবে তখন ব্যবহারকারীর প্রোফাইল ছবির চারপাশে নীল একটি বর্ডার দেখা যাবে।
ভারতে করা একটি গবেষণার সূত্র ধরে এ ফিচার চালুর পথে এগিয়েছে ফেসবুক।
এক ব্লগপোস্টে দেয়া ব্যাখ্যায় ফেসবুক বলেছে, মুখ দেখা যায়- এমন ছবি ইন্টারনেটে কোথাও শেয়ার করতে চান না অনেক নারী। ওই ছবির শেষ পর্যন্ত কী হবে তা নিয়ে চিন্তার কারণেই এমনটা করেন তারা।
আপাতত পরীক্ষামূলক এ ফিচার কেবল ভারতে চালু হলেও শিগগিরই তা অন্যান্য দেশে চালুর বিষয়ে আশাবাদী ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক ঘোষণার মাধ্যমে ভারতে এ সংক্রান্ত একটি পাইলট প্রজেক্ট শুরুর কথা জানিয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে টেকক্রাঞ্চ।
নতুন এই ‘ফটো গার্ড’ ফিচারটিতে যেসব ব্যবস্থা থাকবে তার মধ্যে রয়েছে-
১. একজনের প্রোফাইল ছবি অন্যজন ডাউনলোড করতে পারবেন না অথবা শেয়ার করতে পারবেন না।
২. একজনের প্রোফাইল ছবিতে অন্যজন তার বন্ধুদের ট্যাগ করতে পারবেন না।
৩. কেউ অন্য কারো প্রোফাইল ছবির স্ত্রিনশট নিতে পারবেন না। প্রাথমিকভাবে এ সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন।
৪. ফিচারটি যখন চালু হবে তখন ব্যবহারকারীর প্রোফাইল ছবির চারপাশে নীল একটি বর্ডার দেখা যাবে।
ভারতে করা একটি গবেষণার সূত্র ধরে এ ফিচার চালুর পথে এগিয়েছে ফেসবুক।
এক ব্লগপোস্টে দেয়া ব্যাখ্যায় ফেসবুক বলেছে, মুখ দেখা যায়- এমন ছবি ইন্টারনেটে কোথাও শেয়ার করতে চান না অনেক নারী। ওই ছবির শেষ পর্যন্ত কী হবে তা নিয়ে চিন্তার কারণেই এমনটা করেন তারা।
আপাতত পরীক্ষামূলক এ ফিচার কেবল ভারতে চালু হলেও শিগগিরই তা অন্যান্য দেশে চালুর বিষয়ে আশাবাদী ফেসবুক।
Hasan