12-06-2017, 11:39 PM
আগামী শুক্রবারমুক্তি পাচ্ছে কলকাতার সুপারস্টার দেব ও বাংলাদেশের চিত্রনায়ক রোশান অভিনীত ‘ককপিট’ । এর আগে ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছিল গেল দূর্গা পূজায়।
বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডি ‘ককপিট’ মুক্তি দিচ্ছে ।
‘ককপিট’ এ অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন দেব। তার সঙ্গে আরো রয়েছেন কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র, বাংলাদেশের নাদের চৌধুরী। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন ‘চাঁদের পাহার’খ্যাত নির্মাতা কমলেশ্বর মুখার্জি।
জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ‘ককপিট’ ছবির মুক্তির প্রচারণায় দেবের ঢাকা আসার কথা ছিল। কিন্তু নিজের রাজনৈতিক কারণে দেব আসতে পারেননি। ‘ককপিট’ ছবিটি ঢাকাসহ ৮০ থেকে ১০০ টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে ‘ককপিট’ সেন্সর ছাড়পত্রও লাভ করেছে।
বহুল আলোচিত ‘ককপিট’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে সাফটা চুক্তির আওয়ায়। এই ছবির বিনিময়ে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ‘ধ্যাততেরিকি’। শামীম আহমেদ রনি পরিচালিত ওই ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান, ফারিন প্রমুখ।
বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডি ‘ককপিট’ মুক্তি দিচ্ছে ।
‘ককপিট’ এ অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন দেব। তার সঙ্গে আরো রয়েছেন কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র, বাংলাদেশের নাদের চৌধুরী। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন ‘চাঁদের পাহার’খ্যাত নির্মাতা কমলেশ্বর মুখার্জি।
জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ‘ককপিট’ ছবির মুক্তির প্রচারণায় দেবের ঢাকা আসার কথা ছিল। কিন্তু নিজের রাজনৈতিক কারণে দেব আসতে পারেননি। ‘ককপিট’ ছবিটি ঢাকাসহ ৮০ থেকে ১০০ টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে ‘ককপিট’ সেন্সর ছাড়পত্রও লাভ করেছে।
বহুল আলোচিত ‘ককপিট’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে সাফটা চুক্তির আওয়ায়। এই ছবির বিনিময়ে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ‘ধ্যাততেরিকি’। শামীম আহমেদ রনি পরিচালিত ওই ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান, ফারিন প্রমুখ।
Hasan