01-14-2017, 12:00 PM
তখন :মেয়েরা শাড়ি পরে, মাথার ঘোমটা টেনে
আশি বছরের বুড়ির মতো পিঠ কুঁজো করে দাদি-ভাবি
কিংবা নানিকে বডিগার্ড হিসেবে সঙ্গে নিয়ে
পা মেপে হেঁটে আসত পাত্রপক্ষের সামনে।
•
এখন :দুই চোখে মণখানেক কালি। ভ্রূ রেশমি সুতার
চেয়ে চিকন। মুখে কয়েক ইঞ্চি পুরু মেকআপ। পায়ের
মোজার মতো টাইট ফিটিং প্যান্ট আর শর্ট কামিজ
পরে জিরাফের মতো মাথা উঁচু করে একা একা
ডেডাং ডেডাং করতে করতে হাজির হয়
পাত্রপক্ষের সামনে।
তখন :মেয়ে দেখতে যেত মুরব্বিরা। পছন্দ-অপছন্দের
বিষয়টা শতভাগ নির্ভর করত তাদের উপর।
•
এখন :যেরকম সেরকম একখানা ঘটক হলেই ষোলকলা
পূর্ণ হয়। ছেলেরা ঘোড়ার মতো টগবগ করতে করতে
বেরিয়ে পড়ে মেয়ে দেখতে।
তখন :পাত্র-পাত্রীর মধ্যে দেখা বিয়ে আগে হতোই
না বললে চলে। আত্মীয়স্বজনের মধ্যে হলে সেটা
আলাদা কথা।
•
এখন :মেয়ে দেখতে এলেই চার-পাঁচ ঘণ্টা ছেলে আর
মেয়ে এক ঘরে গোপন বৈঠক করে। আর ফোনের
আলাপ তো থাকলই।
তখন :মুরব্বিরা মেয়ের কাছে জানতে চাইত—গান
গাইতে পার? কী কী গান জানো ইত্যাদি ইত্যাদি।
•
এখন :প্রথম এবং প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে
ফেসবুক অ্যাকাউন্ট আছে? কয়টা আছে? ইমো,
ভাইবার, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কি নেই?
তখন :মেয়েদের কাছে জানতে চাইত তার বাপ-
চাচারা কয় ভাই কয় বোন? কে কী করেন?
•
এখন :তোমার বয়ফ্রেন্ড কয়টা আছে? ফেসবুকে কয়টা
ফ্রেন্ড আছে?
আশি বছরের বুড়ির মতো পিঠ কুঁজো করে দাদি-ভাবি
কিংবা নানিকে বডিগার্ড হিসেবে সঙ্গে নিয়ে
পা মেপে হেঁটে আসত পাত্রপক্ষের সামনে।
•
এখন :দুই চোখে মণখানেক কালি। ভ্রূ রেশমি সুতার
চেয়ে চিকন। মুখে কয়েক ইঞ্চি পুরু মেকআপ। পায়ের
মোজার মতো টাইট ফিটিং প্যান্ট আর শর্ট কামিজ
পরে জিরাফের মতো মাথা উঁচু করে একা একা
ডেডাং ডেডাং করতে করতে হাজির হয়
পাত্রপক্ষের সামনে।
তখন :মেয়ে দেখতে যেত মুরব্বিরা। পছন্দ-অপছন্দের
বিষয়টা শতভাগ নির্ভর করত তাদের উপর।
•
এখন :যেরকম সেরকম একখানা ঘটক হলেই ষোলকলা
পূর্ণ হয়। ছেলেরা ঘোড়ার মতো টগবগ করতে করতে
বেরিয়ে পড়ে মেয়ে দেখতে।
তখন :পাত্র-পাত্রীর মধ্যে দেখা বিয়ে আগে হতোই
না বললে চলে। আত্মীয়স্বজনের মধ্যে হলে সেটা
আলাদা কথা।
•
এখন :মেয়ে দেখতে এলেই চার-পাঁচ ঘণ্টা ছেলে আর
মেয়ে এক ঘরে গোপন বৈঠক করে। আর ফোনের
আলাপ তো থাকলই।
তখন :মুরব্বিরা মেয়ের কাছে জানতে চাইত—গান
গাইতে পার? কী কী গান জানো ইত্যাদি ইত্যাদি।
•
এখন :প্রথম এবং প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে
ফেসবুক অ্যাকাউন্ট আছে? কয়টা আছে? ইমো,
ভাইবার, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কি নেই?
তখন :মেয়েদের কাছে জানতে চাইত তার বাপ-
চাচারা কয় ভাই কয় বোন? কে কী করেন?
•
এখন :তোমার বয়ফ্রেন্ড কয়টা আছে? ফেসবুকে কয়টা
ফ্রেন্ড আছে?
Hasan