Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

হ্যাকাররা তথ্য বের করে কী করে ?

Googleplus Pint
#1
বিভিন্ন সময়ে হ্যাকাররা বিভিন্ন

ওয়েবসাইটে আক্রমণ করে এবং

সেখান

থেকে বিভিন্ন তথ্য চুরি করে নিয়ে

যায়। কখনও কখনও আবার চুরি করা এসব

তথ্য অনলাইনে প্রকাশ করে দেয়।

তবে

অধিকাংশ ক্ষেত্রেই অবশ্য এমনটি

ঘটে

না। কিন্তু কথা হল ক্রেডিট কার্ডের

তথ্য চুরি থেকে শুরু করে বিভিন্ন চুরি

করা তথ্য দিয়ে হ্যাকাররা আসলে

কি

করে?

এক কথায় বললে, হ্যাকাররা এই

তথ্যগুলো বেচে দেয় সাইবার

ক্রিমিনালদের কালোবাজারে। এ

বছরের শুরুতে প্রকাশিত আমেরিকান

গবেষণা প্রতিষ্ঠান ‘র্যান্ড’

কর্পোরেশনের এক রিপোর্টে বলা

হয়েছে, হ্যাকারদের বাজারটি খুবই

সূক্ষ্মভাবে সাজানো। আর কিছু কিছু

ক্ষেত্রে হ্যাকার মার্কেটে ব্যবসা

অবৈধ মাদক ব্যবসার থেকেও বেশী

লাভজনক। হ্যাকাররা তাদের চুরি

করা

ডাটাগুলো অবৈধ কেনাবেচার

সাইটে মোটা টাকায় বেচে দেয়।

আর

এখানেই তাদের কাজ শেষ।

শুধু ক্রেডিট কার্ড এর তথ্য চুরি বা

অন্যের পরিচয় হ্যাক করে কোন কিছু

বাগিয়ে নেওয়ার দিন আসলে শেষ।

আপনার অনলাইনে পোস্ট করা ছবি

বা

সামাজিক যোগাযোগ মাধ্যমে

দেয়া

ব্যক্তিগত তথ্য দিয়ে টাকা

কামানোর

পদ্ধতিও হ্যাকাররা বের করে

ফেলেছে। হ্যাকাররা ‘লিঙ্কড ইন’

আর

‘ই-হারমনি’ থেকে অনেক অনেক

পাসওয়ার্ড সংগ্রহ করে, যেটা

তাদের

‘রেইনবো টেবিল’ হালনাগাদ করতে

সাহায্য করে। এই টেবিলগুলো হল

বিশাল এক তথ্য সম্ভার, যেটা

হ্যাকারদের বিভিন্ন পাসওয়ার্ড

হ্যাক

করার জন্য ডিজিটাল চাবির মত

কাজ

করে। র্যান্ড এর রিপোর্ট অনুযায়ী,

ক্রেডিট কার্ড চুরি করা থেকে এখন

একটা টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা

বেশি লাভজনক।

আমাদের মেডিক্যাল

রিপোর্টগুলোও

আজকাল নিরাপদ না। রয়টার্স কে

দেয়া সাক্ষাতকারে ‘ফিশ ল্যাব’-

এর

থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের

পরিচালক ডন জ্যাকসন জানান,

তিনি

হ্যাকার এক্সচেঞ্জগুলোতে

নজরদারি

করে দেখতে পেয়েছেন যে

সাইবার

অপরাধীরা যেকোন ক্রেডিট

কার্ডের তথ্য চুরি করা থেকে, যে

কারো মেডিক্যাল রিপোর্ট চুরি

করে

প্রায় দশগুণ বেশি টাকা আয় করছে।

নাম, জন্মতারিখ, পলিসি নাম্বার

সংগ্রহ করে হ্যাকাররা ভুয়া আইডি

খুলে বিভিন্ন মেডিকেল সামগ্রী

ক্রয়

করে, এরপর আবার বিক্রি করে

লাভবান

হয়। এছাড়া অন্যের তথ্য ব্যবহার করে

ইনস্যুরেন্সের টাকাও দাবি করে

থাকে।

র্যান্ডের প্রতিবেদন থেকে আরও

দেখা যায়, হ্যাকারদের এ

কালোবাজার পণ্যের দিক দিয়ে

দিন

দিন আরও বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠছে।

বিভিন্ন ধরনের তথ্যের পসরা

সাজিয়ে বসছে তারা প্রতিদিন।

হ্যাকারদের এ বাজারটি

বিস্ময়করভাবে প্রতিযোগিতামূলক

আর

সন্দেহাতীতভাবে লাভজনক।

র্যান্ডের ধারনা, সামাজিক

যোগাযোগ মাধ্যমগুলোর বিস্ফোরণ

আর

মুঠোফোন ডিভাইসগুলো শুধু গুগল আর

ইউটিউবে চুরি, আর কেনা-বেচার

সাহায্যমূলক তথ্যের চাহিদাই

বাড়াবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  যেভাবে চুরি/হ্যাক করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের টাকা – HOW THEY HACKED BANGLADESH BANK Hasan 0 1,958 05-12-2017, 12:07 AM
Last Post: Hasan
  Wi-Fi হ্যাকিং কিভাবে হয়? কিভাবে Wi-Fi হ্যাকিং থেকে নিরাপত্তা পাওয়া যায়? Hasan 0 6,537 03-02-2017, 04:30 PM
Last Post: Hasan
  বিশ্বের সেরা ৫ জন হ্যাকার জেনেনিন তাদের নাম। Maghanath Das 0 2,609 02-20-2017, 07:04 PM
Last Post: Maghanath Das
  হ্যাক হওয়ার থেকে রক্ষা করুন আপনার গুগল একাউন্ট । Hasan 0 2,019 02-19-2017, 03:01 PM
Last Post: Hasan
  আপনার ফেসবুক আইডি হ্যাক হবার সম্ভাবনা রোধ করতে যা করবেন Hasan 0 1,917 02-19-2017, 03:00 PM
Last Post: Hasan
  হ্যাকারদের লক্ষ্য এখন রোগীর তথ্য Hasan 0 1,808 02-19-2017, 03:00 PM
Last Post: Hasan
  এবার কম্পিউটার এর Active Password না জেনেই সেট করুন নতুন Password Hasan 0 1,851 02-19-2017, 03:00 PM
Last Post: Hasan
  জেনে নিন, কত সময় লাগে হোয়াটসঅ্যাপ হ্যাক হতে? Hasan 0 1,913 02-19-2017, 02:59 PM
Last Post: Hasan
  অনলাইনে তথ্য গোপন রাখবেন যেভাবে Hasan 0 1,786 02-19-2017, 02:58 PM
Last Post: Hasan
  একজন হ্যাকার মোবাইল নম্বরের মাধ্যমেই হ্যাক করতে পারে আপনার কল, মেসেজ ও লোকেশন Hasan 0 1,884 02-19-2017, 02:57 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)