Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

~সোনার তরী~

Googleplus Pint
#1
সোনার তরী
রবীন্দ্রনাথ ঠাকুর
গনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান-কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা–
কাটিতে কাটিতে ধান এল বরষা॥
একখানি ছোটো খেত, আমি একেলা—
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসী-মাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা—
এপারেতে ছোটো খেত, আমি একেলা॥
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!
দেখে যেন মনে হয়, চিনি উহারে।
ভরা পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু ধারে—
দেখে যেন মনে হয় চিনি উহারে॥
ওগো, তুমি কোথা যাও কোন্ বিদেশে?
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও—
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে॥
যত চাও তত লও তরণী-পরে।
আর আছে?— আর নাই, দিয়েছি ভরে॥
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে—
এখন আমারে লহো করুণা ক’রে॥
ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহি নু পড়ি—
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী॥
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [কবিতা] কিছু কিছু সম্পক বুঝি এমনই হয় Md Saad 0 1,824 07-10-2017, 09:35 PM
Last Post: Md Saad
  [কবিতা] অনামিকা মো: মহসিন আলম তুমি কি আমার সেই অন পেন্সিলে আঁকা ভালোবাসা 1 2,746 06-25-2017, 01:44 PM
Last Post: Salim Ahmad
  কষ্ট বিলাস Maghanath Das 0 1,657 02-19-2017, 10:19 PM
Last Post: Maghanath Das
  বেদনাকে বলেছি কেঁদো না-হেলাল হাফিজ Maghanath Das 0 1,977 02-19-2017, 10:15 PM
Last Post: Maghanath Das
  ¤ হৃদয়ের ভালোবাসা ¤ Maghanath Das 0 1,659 02-19-2017, 02:50 PM
Last Post: Maghanath Das
  বুকের মধ্যে চোরাবালি - নীরেন্দ্রনাথ চক্রবর্তী Hasan 0 1,739 01-09-2017, 11:08 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)