ভালোবাসতাম অনেক বেশি।
কিন্তু যখন দেখলাম,
মায়া বাড়িয়ে আর লাভ নেই,
তখন থেকে মায়া কাটিয়ে আসতে শুরু করলাম।
আসতে আসতে আজ আমি
অনেক দূরে চলে এসেছি।
চাইলেও আর ফিরে যাওয়া সম্ভব না।
তবে আজও বেচেঁ আছি।
তবে তোমাকে পাওয়ার আসায় নয়।
অপমানের কথা গুলো ফিরিয়ে দিতে.......।