Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

শীতের রাতে - গোপাল ভাঁড়ের গল্প

Googleplus Pint
#1
রাজা বললেন, শীতের রাতে কেউ কি সারা রাত এই পুকুরে গলাজলে ডুবে থাকতে পারবে? যদি কেউ পারে, আমি তাকে অনেক টাকাপয়সা, ধনরত্ন পুরস্কার দেব।



এক ছিল গরিব দুঃখী মানুষ। সে বলল, আমি পারব।



সে মাঘ মাসের তীব্র শীতে সারা রাত পুকুরের জলে গলা ডুবিয়ে দাঁড়িয়ে রইল। ভোরের বেলা সে উঠল জল থেকে।



রাজার কাছে গিয়ে সে বলল, আমি সারা রাত পুকুরের জলে ছিলাম। আপনার সান্ত্রী-সেপাই সাক্ষী। এবার আমার পুরস্কার দিন।



রাজা বললেন, সেকি, তুমি কেমন করে এটা পারলে!



গরিব লোকটা বলল, আমি জলে সারা রাত দাঁড়িয়ে রইলাম। দূরে, অনেক দূরে এক গৃহস্থ বাড়িতে আলো জ্বলছে। আমি সেই দিকে তাকিয়ে রইলাম। সারা রাত কেটে গেল।



মন্ত্রী বলল, পাওয়া গেছে। এই যে দূরের প্রদীপের আলোর দিকে ও তাকিয়ে ছিল, ওই প্রদীপ থেকে তাপ এসে তার গায়ে লেগেছে। তাই তার পক্ষে সম্ভব হয়েছে এই শীতেও ওই পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে রেখে দাঁড়িয়ে থাকা।



রাজা বললেন, তাই তো! তাহলে তো তুমি আর পুরস্কার পাও না। যাও। বিদায় হও।



গরিব লোকটা কাঁদতে কাঁদতে বিদায় নিল। সে গেল গোপাল ভাঁড়ের কাছে। অনুযোগ জানাল তাঁর কাছে। সব শুনলেন গোপাল ভাঁড়।



তার পর গোপাল ভাঁড় বললেন, ঠিক আছে, তুমি ন্যায়বিচার পাবে।



গোপাল ভাঁড় নিমন্ত্রণ করলেন রাজাকে, দুপুরে খাওয়াবেন। রাজা এলেন গোপাল ভাঁড়ের বাড়ি। গোপাল ভাঁড় বললেন :



আসুন আসুন। আর সামান্যই আছে রান্নার বাকি। কী রাঁধছি দেখবেন, চলুন।



গোপাল ভাঁড় রাজাকে নিয়ে গেলেন বাড়ির পেছনে। সেখানে একটা তালগাছের ওপর একটা হাঁড়ি বাঁধা আর নিচে একটা আগুন জ্বালানো।



গোপাল ভাঁড় বললেন, ওই যে হাঁড়ি, ওটাতে জল, চাল, ডাল, নুন সব দেওয়া আছে। এই তো খিচুড়ি হয়ে এলো বলে। শিগগিরই আপনাদের গরম গরম খিচুড়ি খাওয়াচ্ছি।



রাজা বললেন, তোমার বাড়িতে নিমন্ত্রণ খাব বলে সকাল থেকে তেমন কিছু খাইনি। খিদেয় পেট চোঁ চোঁ করছে। এখন এই রসিকতা ভালো লাগে!



রসিকতা কেন, রান্না হয়ে এলো বলে।



রাজা বললেন, তোমার ওই খিচুড়ি জীবনেও হবে না, আমার আর খাওয়াও হবে না। চলো মন্ত্রী, ফিরে যাই।



গোপাল বললেন, মহারাজ, কেন খিচুড়ি হবে না। দূরে গৃহস্থবাড়িতে জ্বালানো প্রদীপের আলো যদি পুকুরের জলে ডুবে থাকা গরিব প্রজার গায়ে তাপ দিতে পারে, এই প্রদীপ তো হাঁড়ির অনেক কাছে। নিশ্চয়ই খিচুড়ি হবে।



রাজা তার ভুল বুঝতে পারলেন। বললেন, আচ্ছা পাঠিয়ে দিও তোমার ওই গরিব প্রজাকে। ওর প্রতি আসলেই অন্যায় করা হয়েছে। ওকে দুগুণ পুরস্কার দেব।



সে তো আপনি দেবেনই। আমি জানতাম। আসুন, ঘরে আসুন। দুপুরের খাওয়া প্রস্তুত।



তার পর রাজা সত্যি সত্যি গরিব লোকটাকে অনেক পুরস্কার দিয়েছিলেন।



(সংগৃহীত)
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  খাবার ম্যানু যখন বাঁশ চিকেন Maghanath Das 0 2,234 02-22-2017, 06:28 PM
Last Post: Maghanath Das
  জটিল জোকস,না পড়লে পুরাই মিস,,,!!!!! Maghanath Das 0 2,279 02-21-2017, 09:54 AM
Last Post: Maghanath Das
  না হাইসা দেখান , আর হাসলে শেয়ার না করে যাবেন না Maghanath Das 0 2,111 02-21-2017, 09:53 AM
Last Post: Maghanath Das
  আজকের সেরা জোকস Maghanath Das 0 2,715 02-21-2017, 09:48 AM
Last Post: Maghanath Das
  আলোটা জ্বেলেই দেখতে পার - গোপাল ভাঁড়ের গল্প Hasan 0 1,947 01-10-2017, 02:58 PM
Last Post: Hasan
  জামা-কাপড় দিয়ে কী হবে? Hasan 0 2,097 01-10-2017, 02:58 PM
Last Post: Hasan
  বুদ্ধির ঢেঁকি - গোপাল ভাঁড়ের গল্প Hasan 0 2,172 01-10-2017, 02:57 PM
Last Post: Hasan
  জাত কুল সব গেল - গোপাল ভাঁড়ের গল্প Hasan 0 2,492 01-10-2017, 02:46 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)