03-16-2017, 08:33 PM
দীর্ঘদিনের সঙ্গী পোষা কুকুরকেই বিয়ে করলেন তিনি!
দীর্ঘদিনের সঙ্গী পোষা কুকুরকেই বিয়ে করেছেন লন্ডনের এক নিঃসঙ্গ বাসিন্দা। বছর পাঁচেক আগের ঘটনা এটি। মধ্যবয়সী ওই মহিলার নাম আমান্দা রজার্স। যৌবনে প্রেমিককে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্ক কয়েক মাসের বেশি টেকেনি। ভেঙে গিয়েছিল বিয়ে।
তারপর দীর্ঘদিন নিঃসঙ্গ একাকী জীবন। অবশেষে ফের মনের মতো সঙ্গী পেলেন আমান্ডা রজার্স। ৪৭ বছর বয়সী এই ডিভোর্সি মহিলা বিয়ে করলেন তাঁর পোষা শেবাকে।
ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে বসেছিল আমান্দা-শেবার বিয়ের আসর। নিমন্ত্রিত ছিলেন প্রায় ২০০ জন। রীতিমতো হাঁটু মুড়ে তিনি প্রোপোজ করেন চিরাচরিত কনের সাজেই সাজানো টেরিয়ার শেবাকে। আনুষ্ঠানিক রেওয়াজের পরে বিয়েতে সিলমোহর লাগাতে ‘চুমু’ও খান পোষা কুকুরকে।
আমান্দার কথায়, শেবা তাঁর দীর্ঘদিনের সুখ দুঃখের সঙ্গিনী। তাই বিয়ের জন্য এর থেকে ভাল অপশন তিনি পেতেন না। তাই পোষা কুকুরকেই বিয়ে করেন তিনি।
আমান্দা জানতেন‚ এই বিয়ে আইনত সিদ্ধ নয়। কিন্তু তাঁর বিশ্বাস‚ শেবা যেভাবে তাঁর একাকিত্ব দূর করেছে‚ তাতে এর থেকে ভাল স্বীকৃতি আর কিছু হতে পারত না।
- ইন্টারনেট
দীর্ঘদিনের সঙ্গী পোষা কুকুরকেই বিয়ে করেছেন লন্ডনের এক নিঃসঙ্গ বাসিন্দা। বছর পাঁচেক আগের ঘটনা এটি। মধ্যবয়সী ওই মহিলার নাম আমান্দা রজার্স। যৌবনে প্রেমিককে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্ক কয়েক মাসের বেশি টেকেনি। ভেঙে গিয়েছিল বিয়ে।
তারপর দীর্ঘদিন নিঃসঙ্গ একাকী জীবন। অবশেষে ফের মনের মতো সঙ্গী পেলেন আমান্ডা রজার্স। ৪৭ বছর বয়সী এই ডিভোর্সি মহিলা বিয়ে করলেন তাঁর পোষা শেবাকে।
ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে বসেছিল আমান্দা-শেবার বিয়ের আসর। নিমন্ত্রিত ছিলেন প্রায় ২০০ জন। রীতিমতো হাঁটু মুড়ে তিনি প্রোপোজ করেন চিরাচরিত কনের সাজেই সাজানো টেরিয়ার শেবাকে। আনুষ্ঠানিক রেওয়াজের পরে বিয়েতে সিলমোহর লাগাতে ‘চুমু’ও খান পোষা কুকুরকে।
আমান্দার কথায়, শেবা তাঁর দীর্ঘদিনের সুখ দুঃখের সঙ্গিনী। তাই বিয়ের জন্য এর থেকে ভাল অপশন তিনি পেতেন না। তাই পোষা কুকুরকেই বিয়ে করেন তিনি।
আমান্দা জানতেন‚ এই বিয়ে আইনত সিদ্ধ নয়। কিন্তু তাঁর বিশ্বাস‚ শেবা যেভাবে তাঁর একাকিত্ব দূর করেছে‚ তাতে এর থেকে ভাল স্বীকৃতি আর কিছু হতে পারত না।
- ইন্টারনেট
Hasan