Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[অনলাইন আয়] য়েভাবে Neobux থেকে ঘরে বসে ডলার আয় করবেন 100 %

Googleplus Pint
#1
Photo 
ক্লিক করে আয়ের জন্য Neobux

পিটিসি সাইট ব্যবহারের জন্য যে তথ্যগুলি জানা প্রয়োজন তাদের মধ্যে রয়েছে সেই সাইট গ্রহনযোগ্য কি-না, সব দেশে ব্যবহার করা যায় কি-না, টাকা দেয়ার মাধ্যম কি, নিয়মিত টাকা দেয় কি-না ইত্যাদি। এধরনের সাইট পর্যালোচনা করে আগে ক্লিকসেন্স, পিটিসি-বক্স এদের পরিচিতি তলে ধরা হয়েছে। আরো কিছূ সাইটের পরিচিতি তুলে ধরা হচ্ছে ধারাবাহিকভাবে।
[Image: neobux.jpg]
নিওবাক্স সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত সাইটগুলির একটি। বিনামুল্যের সদস্য হয়েও টাকা পাওয়ার সমস্যার কথা জানা যায়নি। তাদের ওয়েবসাইটের ফোরামে অনেকেই টাকার পাওয়ার প্রমান প্রকাশ করেন।

তাদের দেয়া টাকার পরিমান প্রতি ক্লিকে ০.০০১ থেকে ০.০১৫ ডলার। ২ ডলার জমা হলেও টাকা পাওয়া যায়। পেপল এবং এলার্ট-পে এর মাধ্যমে টাকা দেয়। সব দেশ থেকেই ব্যবহার করা যায়।
রেফারেল ক্লিক থেকে আয় করা গেলেও ৩০ জনের একটি সীমাবদ্ধতা রাখা হয়েছে।  ব্যবহারের সাথেসাথে এই সংখ্যার বৃদ্ধি পায়। সিলভার সদস্যপদের জন্য এই সংখ্যা ৪০০ জন। ৫০০ পয়েন্টের জন্য ১টি করে রেফারেল বৃদ্ধি পাবে, ৩০ হাজার পয়েন্টের জন্য ১ বছরের গোল্ডেন মেম্বারশীপ পাওয়া যাবে।
এছাড়া প্রতিদিন বেশকিছু পুরস্কার দেয় তারা গোল্ডেন মেম্বারদের জন্য। ১২ জনকে মোট ১০৮০ ডলার, ১২০৯ জনকে মোট ১৩০০ ডলার। এছাড়া পুরস্কার হিসেবে পয়েন্ট যোগ হয়।
এডএলার্ট নামে একটি সফটঅয়্যার ডাউনলোড করে ইনষ্টল করতে পারেন। এরফলে যখনই ক্লিক করার জন্য বিজ্ঞাপন আসবে তখন আপনাকে সেটা জানানো হবে। তাদের সাইটে যাওয়া প্রয়োজন হবে না। ফায়ারফক্স, ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি এসব ব্রাউজারের সাথে কাজ করবে এই সফটঅয়্যার।
প্রতিটি বিজ্ঞাপন দেখার জন্য প্রতি ঘন্টায় তারা ১২০ জনকে ০.৫০ ডলার দেয়। এজন্য এডপ্রাইজ নামের বিজ্ঞাপনে ক্লিক করতে হবে। অন্যান্য বিজ্ঞাপনে ক্লিক করলে এই বিজ্ঞাপনের সংখ্যা বৃদ্ধি পায়। এডপ্রাইজ এর সমস্যা হচ্ছে পুরস্কার না পেলে ক্লিকের জন্য টাকা জমা হবে না।
একটি আইপি এড্রেস ব্যবহার করে ২৪ ঘন্টার মধ্যে ক্লিক করা যাবে। অন্য কথায়, ২৪ ঘন্টার মধ্যে সাইবার কাফে অন্য কোথাও থেকে ক্লিক করার চেষ্টা করলে একাউন্ট বাতিল হতে পারে।
সদস্য হওয়ার পর ৭২ ঘন্টার মধ্যে একাউন্ট ব্যবহার না করলে একাউন্ট বাতিল করা হবে। এরপর ৩০ দিন কাজ না করলে সাময়িকভাবে এবং ৬০ দিন কাজ না করলে স্থায়ীভাবে বন্ধ করা হবে।
কাজেই যদি নিয়মিত ব্যবহার করতে চান তাহলে সদস্য হওয়া ভাল।
বাংলাদেশে অনেক ইন্টারনেট সংযোগের জন্য ভেরিয়েবল আইপি ব্যবহার করা হয়, অর্থাত একই আইপি এড্রেস একেক সময় একেকজন ব্যবহার করেন। কাজেই বাংলাদেশ থেকে ক্লিক করার সময় মেসেজ পেতে পারেন আগেই কেউ সেই আইপি ব্যবহার করে সেই বিজ্ঞাপনে ক্লিক করেছে (২৪ ঘন্টার মধ্যে)। এছাড়া কোন কোন লিংক বাংলাদেশের জন্য প্রযোজ্য নাও হতে পারে।
এছাড়া তাদের নানারকম অফার আছে যেগুলি ব্যবহার করে দিনে ২০-৩০ ডলার আয়ের উদাহরন রয়েছে। নিওবাক্সকে বলা হয় এলিট পিটিসি। সবচেয়ে পছন্দের একটি পিটিসি সাইট।

নিওবাক্স একাউন্ট তৈরী করুন এখান থেকে : https://www.neobux.com/?r=kaiyum32[url=http://www.neobux.com/?r=iqbalkabir][/url]
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অনলাইন আয়] অনলাইন মোবাইল রিচার্জ সফটওয়্যার trustycarrier 0 1,822 10-23-2019, 09:20 PM
Last Post: trustycarrier
  [অন্যান্য]  Tinmo F300 100% ok flash file (6531) Imran 0 2,395 02-08-2018, 04:35 PM
Last Post: Imran
  এক মিনিটে যেকোন ভিডিও কে অডিও (DOT.MP3) করুন। Sohan 1 2,365 08-29-2017, 10:44 AM
Last Post: Hasan
  আপনি কি বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করেন? তাহলে পোষ্টটা পড়ার পরে আর সেই সাহস পাবেন bdyousufctg 2 2,816 07-10-2017, 12:16 PM
Last Post: bdyousufctg
  মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে! Hasan 2 3,765 07-10-2017, 01:04 AM
Last Post: Hasan
  [Exclusive] এবার আপনার status bar,notification panel সাজিয়ে নিন নিজের ইচ্ছে মতো Teulip Boy 1 2,653 07-08-2017, 12:07 AM
Last Post: Hasan
  যেসব কারনে আপনার ফোন এ দ্রুত চার্জ হয় না(must see) bdyousufctg 0 2,052 07-07-2017, 12:30 AM
Last Post: bdyousufctg
  Android এর জন্য একটি চমৎকার অ্যাপ। ১ টি অ্যাপের ভেতর ১০ টি অ্যাপ, সাইজ মাত্র ৬০০ KB. SHAKIL 0 6,020 06-27-2017, 11:39 PM
Last Post: SHAKIL
  আজ থেকে টিভি দেখুন কোন প্রকার App ছাড়া. bdyousufctg 0 3,092 06-17-2017, 06:05 AM
Last Post: bdyousufctg
  ঘরে বসেই ডাচ বাংলা একাউন্ট করুন! ন্যাশনাল আইডি ও ছবি ছাড়াই bdyousufctg 0 4,794 06-06-2017, 04:33 PM
Last Post: bdyousufctg

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)