Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

যেভাবে এল সুন্দরী প্রতিযোগীতা

Googleplus Pint
#1
এই মুহূর্তে সারা বিশ্বে খুব আলোচিত বিষয় হচ্ছে সুন্দরী প্রতিযোগীতা। আচ্ছা, এই সুন্দরী প্রতিযোগীতার শুরু হয় কোথা থেকে? একটা সময়ে ইংল্যান্ডেই মে দিবসে একজন করে ‘মে কুইন’ নির্বাচন করা হত। তাকে ‘উদারতার প্রতীক’ হিসেবে দেখা হত। সেটা সেই অর্থে কোনো সুন্দরী প্রতিযোগীতা না হলেও আদতে তরুণী আর আকর্ষণীয় নারীরাই এই প্রতিযোগীতায় অংশ নিত।

১৮৩৯ সালে এলিংটন টুর্নামেন্টে একটা সুন্দরী প্রতিযোগীতার নজীর পাওয়া যায় স্কটল্যান্ডে। আর্কিবাল্ড মোন্টগোমেরি, এলিংটনের ১৩ তম আর্লের আয়োজন ছিল সেটা। ডাচেস অব সামারসেট, জর্জিনা সেয়মোওর সেবার বিজয়ী হয়েছিলেন।

তিনি ছিলেন ১২ তম ডিউক অব সামারসেন এডওয়ার্ড সেয়মোওরের স্ত্রী ও ক্যারোলিন নর্টনের বোন। তাকে তখন বলা হত ‘কুইন অব বিউটি’ বা ‘রূপের রানী’।

ব্যবসায়ী ফিনিয়েস টেলর বার্নুম আধুনিক আমেরিকায় প্রথম সুন্দরী প্রতিযোগীতার আয়োজন করেছিলেন ১৮৫৪ সালে। তবে, জনবিক্ষোভের মুখে সেই আয়োজন ভেস্তে যায়।

১৮৮০-এর দশকে সুন্দরী প্রতিযোগীতা বেশ জনপ্রিয় হতে শুরু করে। ১৮৮৮ সালে ‘কুইন অব বিউটি’ হিসেবে নির্বাচিত হয়েছিলেন ১৮ বছর বয়সী এক আদিবাসী তরুণী। ওই সময় প্রত্যেক প্রতিযোগীকে নিজের একটা ছবি ও নিজের ব্যাপারে ছোট একটা বর্ণনা লিখে পাঠাতে হত। চূড়ান্ত তালিকায় নেওয়া হত ২১ জনকে। সেখান থেকে একজন সেরা নির্বাচিত হতেন।

১৯২১ সালে ‘মিস আমেরিকা’ প্রতিযোগীতার সূচনা হয়। আধুনিক সময়ের সুন্দরী প্রতিযোগীতাগুলো এরই পরিবর্তীত ও পরিবর্ধিত রূপ। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহৎ আকার ধারণ করে এই সুন্দরী প্রতিযোগীতাগুলো

মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতা যাত্রা ‍শুরু করে ১৯৫১ সালে। ‘বিকিনি কনটেস্ট’ হিসেবে শুরু হওয়া এই উদ্যোগের প্রতিষ্ঠান যুক্তরাজ্যের এরিক মোরলে। সেবার বিজয়ী হন সুইডেনের কিকি হাকানসুন। যদিও, প্রতিযোগীতা আয়োজন করতে গিয়ে সামাজিক কিছু সংঘের বিরোধীতার মুখে পড়তে হয়েছিল আয়োজকদের। আর আধুনিক মিস ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী এরিকের বিধবা স্ত্রী জুলিয়া মোরলে।

ইংল্যান্ড কিছু একটা কররে, আর আমেরিকা হাত-পা গুঁটিয়ে বসে থাকবে তা কী হয়! ইংল্যান্ডের দেখাদেখি ১৯৫২ সালে আমেরিকায় চালু হয় মিস ইউনিভার্স। চালু করেন উইলিয়াম মরিস এনডেয়াভোর। শুরুতেই তিনি বিকিনিকে নিষিদ্ধ ঘোষণা করেন। প্রথম খেতাব জেতেন ফিনল্যান্ডের অ্যার্মি হেলেনা কুসেলা।

বর্তমানে এর মালিক মিস ইউনিভার্স অর্গানাইজেশন। একইভাবে মিস আর্থ ও মিস ইন্টারন্যাশনাল নামেও আলাদা বৈশ্বিক সুন্দরী প্রতিযোগীতা আছে।

এই চারটির মধ্যে প্রথম দু’টোকেই সবচেয়ে মর্যাদার লড়াই হিসেবে বিবেচনা করা হয়। দু’পক্ষের মধ্যে রেশারেশিও আছে। প্রতিবছর মিস ওয়ার্ল্ড যে হন তাকে এক বছর গিয়ে কাটাতে হয় লন্ডনে, একই ভাবে মিস ইউনিভার্সকে গিয়ে থাকতে হয় নিউ ইয়র্কে।



প্রথম মিস ওয়ার্ল্ড

এখন অবধি কোনো নারীই একাধারে এই দু’টি প্রতিযোগীতার বিজয়ী হতে পারেননি। তবে, একই বছর একটি দেশের দু’টো প্রতিযোগীতাই জিতে যাওয়ার নজীর আছে পাঁচটি। ১৯৫৩ সালে ফ্রান্স, ১৯৭২ সালে অস্ট্রেলিয়া ও ১৯৮১ সালে ভেনেজুয়েলা এই বিরল কীর্তি গড়ে।

১৯৯৪ সালে একই বছরে ভারতের সুস্মিতা সেন জেতেন মিস ইউনিভার্স আর ঐশ্বরিয়া রায় জেতেন মিস ওয়ার্ল্ডের খেতাব। এরপর ২০০০ সালে আবারো ভারতে যায় জোড়া খেতাব। সেবার লারা দত্ত হন মিস ইউনিভার্স আর প্রিয়াঙ্কা চোপড়া হন মিস ওয়ার্ল্ড।

যদিও, এসব সুন্দরী প্রতিযোগীতা নিয়ে অবশ্য সমালোচনাও কম না। গবেষকরা বলেন, যখন যে অঞ্চলের বাজারকে নিজেদের দখলে নেওয়ার প্রয়োজন হয়, তখন সে অঞ্চল থেকে সুন্দরী নির্বাচনের প্রবণতা বেশি থাকে। কারণ, একজন বিশ্ব সুন্দরী বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির নানারকম পণ্যের দূত হিসেবে কাজ করেন। ফলে, তিনি যে জনগোষ্ঠী থেকে আসেন তাদের আকৃষ্ট করা খুব সহজ হয়।

উদাহরণ হিসেবে ভারতের কথা বলা যায়। সুস্মিতা-অ্যাশের পর ১৯৯৭ সালে ডায়ানা হেইডেন ও ১৯৯৯ সালে যুক্তা মূখী হন মিস ওয়ার্ল্ড। এরপর আসেন লারা-প্রিয়াঙ্কা।



ঐশ্বরিয়া-সুস্মিতা সেন

এর আগে সেই ১৯৬৬ সালে বিশ্ব সুন্দরী হন রিটা ফারিয়া। মানে মাঝের ২৮ বছরে কোনো বিশ্বসুন্দরী হয়নি। অথচ, ছয় বছরেই আসলো ছয়জন। আবার এরপর ১৭ বছরের বিরতি দিয়ে আসলো আরেকজন।

মনে করা হয়, নব্বইয়ের দশকে ভারতের বিরাট ভোক্তার বাজারে প্রবেশের একটা কৌশলের হাতিয়ার ছিলেন এই ছয় সুন্দরী। এমনকি সুন্দরী প্রতিযোগীতা টিকে আছেও এই বাজার ধরার জন্যই, অন্তত গবেষকরা তেমনটাই দাবী করেন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [জানা ও অজানা] অগ্নি দূর্ঘটনা থেকে বাচতে করনীয় জেনে নিন Hasan 0 7,053 03-28-2023, 11:51 PM
Last Post: Hasan
  বিয়ের পর গোপনীয়তার নাটক করেন কেনো বিয়েতোরা Hasan 0 2,130 01-01-2018, 10:36 PM
Last Post: Hasan
  ব্রেকআপের পর যে কাজগুলো করবেন না Hasan 0 2,281 12-11-2017, 11:39 PM
Last Post: Hasan
  রসগোল্লা কিভাবে এলো, প্রথম তৈরি হয়েছিল কোথায়? Hasan 4 3,340 12-07-2017, 04:31 AM
Last Post: Hasan
  হিটলার সম্পর্কে ৫টি অবাক করা তথ্য! Hasan 0 2,181 11-21-2017, 09:13 PM
Last Post: Hasan
  কোন দেশে কত ধনকুবেরের বাস? Hasan 0 2,109 11-21-2017, 09:12 PM
Last Post: Hasan
  তাজমহল নিয়ে চলমান বিতর্কে এর কিছু অজানা তথ্য Hasan 0 2,131 11-21-2017, 09:12 PM
Last Post: Hasan
  জানেন, ২০১৮ সাল নিয়ে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নস্ত্রাদামুস? Hasan 0 2,080 11-21-2017, 09:12 PM
Last Post: Hasan
  কীভাবে এল? হাততালি Hasan 0 2,220 11-21-2017, 09:12 PM
Last Post: Hasan
  আরব দেশগুলোর কিছু দুর্লভ তথ্য Hasan 0 2,237 11-21-2017, 09:11 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)