01-13-2017, 05:32 PM
কম্পিউটারের বড় কোনো ফাইল বা মুভি
ডাউনলোডের সময় দীর্ঘক্ষণ অন রাখার প্রয়োজন হয়।
বিদ্যুৎ বা ল্যাপটপের চার্জ সাশ্রয় করতে সে সময়
কম্পিউটারকে স্লিপ মুডে রাখেন অনেকেই।
এক্ষেত্রে মাউসে হঠৎ স্পর্শ লেগে নড়লে আবার
কম্পিউটার সচল হয়ে যায়। অনেকের কাছে এটি
বিরক্তকর মনে হতেও পারে। স্লিপ মুড থেকে
কম্পিউটারকে সচল করতে অনেকে আবার শুধু
কিবোর্ড ব্যবহার করতে চান।
তবে একটি উপায় আছে যখন আপনার কম্পিউটাররের
মাউস স্পর্শ করেও স্লিপ মুডে রাখা যায়। ভাবছেন
কিন্তু কিভাবে! সেই কৌশল তুলে ধরা হলো এই
টিউটোরিয়ালে।
প্রথমে কম্পিউটারের স্টার্ট বা নোটিফিকেশন বার
থেকে সেটিংস অপশনে যেতে হবে।
সেখান থেকে এবার ‘Devices’ অপশনে যান।
ডিভাইস অপশনে গেলে সেখানে বাম পাশের অপশন
থেকে ‘mouse & touchpad’ অপশনে ক্লিক করুন।
ক্লিকে একটি নতুন পেইজ চালু হবে। নতুন পেইজে
‘additional mouse options’ এ ক্লিক করতে হবে।
তাহলে ‘mouse properties’ অপশনটি চালু হবে। সেখান
উপরের ট্যাব থেকে ‘hardware’ অপশনে ক্লিক করতে
হবে।
এবার নিচের দিকে থেকে ’properties’ এ ক্লিক করলে
নতুন আরেকটি পেইজ চালু হবে। সেখান থেকে
‘change settings’ এ ক্লিক করুন।
এরপর নতুন যে পেইজ চালু হবে সেখান থেকে ‘ power
management’ অপশনে ক্লিক করে ‘allow this device to
wake the computer’ এ টিক চিহ্ন তুলে দিয়ে ‘Ok’
অপশনে ক্লিক করুন।
আর সেখান থেকেই আপনি কম্পিউটার স্লিপ মুডে
থাকা অবস্থাতেও মাউস নড়াচড়া করলে তা জেগে
উঠেবে না।
ডাউনলোডের সময় দীর্ঘক্ষণ অন রাখার প্রয়োজন হয়।
বিদ্যুৎ বা ল্যাপটপের চার্জ সাশ্রয় করতে সে সময়
কম্পিউটারকে স্লিপ মুডে রাখেন অনেকেই।
এক্ষেত্রে মাউসে হঠৎ স্পর্শ লেগে নড়লে আবার
কম্পিউটার সচল হয়ে যায়। অনেকের কাছে এটি
বিরক্তকর মনে হতেও পারে। স্লিপ মুড থেকে
কম্পিউটারকে সচল করতে অনেকে আবার শুধু
কিবোর্ড ব্যবহার করতে চান।
তবে একটি উপায় আছে যখন আপনার কম্পিউটাররের
মাউস স্পর্শ করেও স্লিপ মুডে রাখা যায়। ভাবছেন
কিন্তু কিভাবে! সেই কৌশল তুলে ধরা হলো এই
টিউটোরিয়ালে।
প্রথমে কম্পিউটারের স্টার্ট বা নোটিফিকেশন বার
থেকে সেটিংস অপশনে যেতে হবে।
সেখান থেকে এবার ‘Devices’ অপশনে যান।
ডিভাইস অপশনে গেলে সেখানে বাম পাশের অপশন
থেকে ‘mouse & touchpad’ অপশনে ক্লিক করুন।
ক্লিকে একটি নতুন পেইজ চালু হবে। নতুন পেইজে
‘additional mouse options’ এ ক্লিক করতে হবে।
তাহলে ‘mouse properties’ অপশনটি চালু হবে। সেখান
উপরের ট্যাব থেকে ‘hardware’ অপশনে ক্লিক করতে
হবে।
এবার নিচের দিকে থেকে ’properties’ এ ক্লিক করলে
নতুন আরেকটি পেইজ চালু হবে। সেখান থেকে
‘change settings’ এ ক্লিক করুন।
এরপর নতুন যে পেইজ চালু হবে সেখান থেকে ‘ power
management’ অপশনে ক্লিক করে ‘allow this device to
wake the computer’ এ টিক চিহ্ন তুলে দিয়ে ‘Ok’
অপশনে ক্লিক করুন।
আর সেখান থেকেই আপনি কম্পিউটার স্লিপ মুডে
থাকা অবস্থাতেও মাউস নড়াচড়া করলে তা জেগে
উঠেবে না।
Hasan