01-15-2017, 07:44 PM
গ্যালাক্সি এস ৭ এজের নতুন সংস্করণ ‘এস ৭ এজ ব্লু কোরাল’ দেশের বাজারে এনেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্মার্টফোনটির বিশেষ ফিচার হিসেবে রয়েছে কম আলোতে উজ্জ্বল ছবি তোলার সুবিধা। হ্যান্ডসেটে রয়েছে এফ/ ১.৭ অ্যাপারচার সমৃদ্ধ ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। এ ছাড়া এটি গিয়ার ভিআর সমর্থন করে। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ফোনটিতে কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। ফোনটির ধারগুলো বাঁকানো। এতে নিরাপত্তা সুবিধা হিসেবে আছে নকস অ্যাপ।
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, গ্যালাক্সি এস ৭ এজ ব্লু কোরাল স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস এস ৭ এজের নতুন সংস্করণ। হ্যান্ডসেটটি এনে গ্রাহকদের চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে। ফোনটির দাম ৭৪ হাজার ৯০০ টাকা। প্রতি মাসে ৬ হাজার ২৪২ টাকা কিস্তিতেও এটা কেনা যায়। বিজ্ঞপ্তি।
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, গ্যালাক্সি এস ৭ এজ ব্লু কোরাল স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস এস ৭ এজের নতুন সংস্করণ। হ্যান্ডসেটটি এনে গ্রাহকদের চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে। ফোনটির দাম ৭৪ হাজার ৯০০ টাকা। প্রতি মাসে ৬ হাজার ২৪২ টাকা কিস্তিতেও এটা কেনা যায়। বিজ্ঞপ্তি।
Hasan