01-15-2017, 09:45 PM
বাড়ি-গাড়ি প্রতিপত্তি কে না চান! নিদেন পক্ষে জীবনের ছোটখাটো প্রয়োজনগুলো মিটিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে চান না, এমন মানুষের দেখা মেলা ভার৷ কিন্তু ধনী হব ভাবলেই তো আর দুম করে হাতে অনেক অর্থ চলে আসে না৷ তার জন্য অনেক পরিশ্রম করতে হয়৷ ভাগ্যের সঙ্গ অবশ্য থাকতেই হবে৷ একদিনে বড়লোক হওয়া সম্ভব না হলেও দৈনন্দিন জীবনে কয়েকটা ছোট্ট পরিবর্তন, পাল্টে দিতে পারে আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি৷
মাসের শেষে পকেট ফাঁকা হয়ে যাওয়ার দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতেই পারেন৷ কী করতে হবে? খুব সহজ৷ বাড়ির বেশ কিছু জিনিসকে ঝেঁটিয়ে বিদায় করে দিন৷ ধনী হওয়ার এর চেয়ে সহজ উপায় আর কী হতে পারে! বিশ্বাস হচ্ছে না তো? নিচের দেওয়া পরামর্শগুলো মেনেই দেখুন না৷
১. ঘুঘুর বাসা:
বাড়িতে ঘুঘু বাসা বেঁধে থাকলে আজই তা সরিয়ে ফেলুন৷ ঘুঘুর বাসা সংসারে দারিদ্র নিয়ে আসে বলে মনে করা হয়৷
২. মৌচাক:
বাড়ির ভিতর বা আশেপাশে মৌচাক রয়েছে৷ আর থাকতে দেবেন না৷ কারণ এটি শুধু ভয়ংকরই নয়, অনেকেই বলেন এতে বাড়ির অমঙ্গল হয়ে থাকে৷ আর মৌমাছি বাড়ির কাউকে কামড়ালে ডাক্তারের খরচও কিন্তু বাড়বে৷
৩. মাকড়শার জাল:
বাড়িতে ঝুল জমতে দেবেন না৷ পরিষ্কার বাড়িতে আর্থিক সংকট থাকে না।
৪. ভাঙা কাচ:
ভাঙা আয়না বা কাচের টুকরো বাড়িতে পড়ে থাকতে দেবেন না৷ যাঁরা বাস্তু চর্চা করেন তাঁরা বলেন, ভাঙা কাচ বাড়িতে দারিদ্র ও অশুভ শক্তিকে ডেকে আনে৷
৫. লিক হয়ে যাওয়া কল:
বাড়ির বাথরুম বা বেসিনের ট্যাপ কলটির প্যাঁচ কেটে গিয়ে থাকলে তা পাল্টে ফেলুন৷ ভেবে দেখুন লিক হয়ে যাওয়া কলটি বদলে ফেললে অনেকটা জলের সাশ্রয় হবে৷ আর পাম্পের জল বাঁচলে ইলেকট্রিক খরচও কমে যাবে৷
৬. পচা ফুল:
ঠাকুর ঘরে বা সিংহাসনে পচা ফুল পড়ে থাকতে দেবেন না৷ পরিষ্কার বাড়িই অন্যের কাছে আপনার ভাবমূর্তি তুলে ধরে৷
৭. আলগা তার:
খুঁজে দেখুন তো বাড়ির কোথাও আলগা তার খুলে ঝুলে রয়েছে কি না৷ থাকলে আর সেটিকে বাড়িতে রাখবেন না৷ এধরনের তার থেকে বাড়িতে শর্ট সার্কিট হতে পারে৷ আর শর্ট সার্কিট হলে বাড়ির কী পরিমাণ ক্ষতি হতে পারে তা আন্দাজ করতেই পারছেন৷ খরচের অঙ্ক কষলে মাথা ঘুরে যেতে পারে৷ তাই এখনই সতর্ক হোন৷
ধনী হওয়ার জন্য আপনার বাড়িটি ঠিক কেমন হওয়া উচিত?
বাড়ির দেওয়ালের রং নীল হলে খুব ভাল৷ শোওয়ার ঘরে লাল ও মেরুন রং এড়িয়ে চলতে পারেন৷ পারলে বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগান৷ রান্নাঘরটি দক্ষিণ-পূর্ব দিকে হলে তো খুবই ভাল৷ বাড়ির এক্কেবারে পশ্চিমে যদি কোনও ঘর থাকে তাহলে তার দেওয়ালের রং হলুদ হলেই মঙ্গল৷ বাস্তু অনুযায়ী, পশ্চিমের ঘর হলুদ রঙের হলে তা শুভ শক্তিকে আমন্ত্রণ জানায় ও দারিদ্র দূর করে৷ টাকা-পয়সা রাখার আলমারি বা লকার বাড়ির দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিমের কোনও ঘরে রাখার চেষ্টা করুন৷ সুত্র-সংবাদ প্রতদিন
মাসের শেষে পকেট ফাঁকা হয়ে যাওয়ার দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতেই পারেন৷ কী করতে হবে? খুব সহজ৷ বাড়ির বেশ কিছু জিনিসকে ঝেঁটিয়ে বিদায় করে দিন৷ ধনী হওয়ার এর চেয়ে সহজ উপায় আর কী হতে পারে! বিশ্বাস হচ্ছে না তো? নিচের দেওয়া পরামর্শগুলো মেনেই দেখুন না৷
১. ঘুঘুর বাসা:
বাড়িতে ঘুঘু বাসা বেঁধে থাকলে আজই তা সরিয়ে ফেলুন৷ ঘুঘুর বাসা সংসারে দারিদ্র নিয়ে আসে বলে মনে করা হয়৷
২. মৌচাক:
বাড়ির ভিতর বা আশেপাশে মৌচাক রয়েছে৷ আর থাকতে দেবেন না৷ কারণ এটি শুধু ভয়ংকরই নয়, অনেকেই বলেন এতে বাড়ির অমঙ্গল হয়ে থাকে৷ আর মৌমাছি বাড়ির কাউকে কামড়ালে ডাক্তারের খরচও কিন্তু বাড়বে৷
৩. মাকড়শার জাল:
বাড়িতে ঝুল জমতে দেবেন না৷ পরিষ্কার বাড়িতে আর্থিক সংকট থাকে না।
৪. ভাঙা কাচ:
ভাঙা আয়না বা কাচের টুকরো বাড়িতে পড়ে থাকতে দেবেন না৷ যাঁরা বাস্তু চর্চা করেন তাঁরা বলেন, ভাঙা কাচ বাড়িতে দারিদ্র ও অশুভ শক্তিকে ডেকে আনে৷
৫. লিক হয়ে যাওয়া কল:
বাড়ির বাথরুম বা বেসিনের ট্যাপ কলটির প্যাঁচ কেটে গিয়ে থাকলে তা পাল্টে ফেলুন৷ ভেবে দেখুন লিক হয়ে যাওয়া কলটি বদলে ফেললে অনেকটা জলের সাশ্রয় হবে৷ আর পাম্পের জল বাঁচলে ইলেকট্রিক খরচও কমে যাবে৷
৬. পচা ফুল:
ঠাকুর ঘরে বা সিংহাসনে পচা ফুল পড়ে থাকতে দেবেন না৷ পরিষ্কার বাড়িই অন্যের কাছে আপনার ভাবমূর্তি তুলে ধরে৷
৭. আলগা তার:
খুঁজে দেখুন তো বাড়ির কোথাও আলগা তার খুলে ঝুলে রয়েছে কি না৷ থাকলে আর সেটিকে বাড়িতে রাখবেন না৷ এধরনের তার থেকে বাড়িতে শর্ট সার্কিট হতে পারে৷ আর শর্ট সার্কিট হলে বাড়ির কী পরিমাণ ক্ষতি হতে পারে তা আন্দাজ করতেই পারছেন৷ খরচের অঙ্ক কষলে মাথা ঘুরে যেতে পারে৷ তাই এখনই সতর্ক হোন৷
ধনী হওয়ার জন্য আপনার বাড়িটি ঠিক কেমন হওয়া উচিত?
বাড়ির দেওয়ালের রং নীল হলে খুব ভাল৷ শোওয়ার ঘরে লাল ও মেরুন রং এড়িয়ে চলতে পারেন৷ পারলে বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগান৷ রান্নাঘরটি দক্ষিণ-পূর্ব দিকে হলে তো খুবই ভাল৷ বাড়ির এক্কেবারে পশ্চিমে যদি কোনও ঘর থাকে তাহলে তার দেওয়ালের রং হলুদ হলেই মঙ্গল৷ বাস্তু অনুযায়ী, পশ্চিমের ঘর হলুদ রঙের হলে তা শুভ শক্তিকে আমন্ত্রণ জানায় ও দারিদ্র দূর করে৷ টাকা-পয়সা রাখার আলমারি বা লকার বাড়ির দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিমের কোনও ঘরে রাখার চেষ্টা করুন৷ সুত্র-সংবাদ প্রতদিন
Hasan