The following warnings occurred:
Warning [2] Undefined variable $settings - Line: 49 - File: inc/plugins/avatarep.php PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/inc/plugins/avatarep.php 49 errorHandler->error_callback
/inc/class_plugins.php 38 require_once
/inc/init.php 235 pluginSystem->load
/global.php 20 require_once
/portal.php 39 require_once
Warning [2] Trying to access array offset on value of type null - Line: 49 - File: inc/plugins/avatarep.php PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/inc/plugins/avatarep.php 49 errorHandler->error_callback
/inc/class_plugins.php 38 require_once
/inc/init.php 235 pluginSystem->load
/global.php 20 require_once
/portal.php 39 require_once
Warning [2] Undefined array key "action" - Line: 1545 - File: inc/plugins/avatarep.php PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/inc/plugins/avatarep.php 1545 errorHandler->error_callback
/inc/class_plugins.php 142 avatarep_popup
/global.php 100 pluginSystem->run_hooks
/portal.php 39 require_once
Warning [2] Undefined variable $captcha - Line: 15 - File: global.php(587) : eval()'d code PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/global.php(587) : eval()'d code 15 errorHandler->error_callback
/global.php 587 eval
/portal.php 39 require_once
Warning [2] Undefined variable $redirect_url - Line: 21 - File: global.php(587) : eval()'d code PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/global.php(587) : eval()'d code 21 errorHandler->error_callback
/global.php 587 eval
/portal.php 39 require_once
Warning [2] Undefined variable $tcount - Line: 717 - File: portal.php PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/portal.php 717 errorHandler->error_callback
Warning [2] Undefined variable $tcount - Line: 722 - File: portal.php PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/portal.php 722 errorHandler->error_callback



Hasan 01-27-2017, 08:43 PM
লাইফস্টাইল ডেস্ক: ওজন কমানোর জন্য আমরা কী না করি। নিয়ম মেনে ডায়েট, নিয়মিত শরীর চর্চা, নিয়ম মেনে ঘুম। অর্থাত্‌ লাইফস্টাইলটাকে একেবারে নিয়মের দড়ি দিয়ে বেঁধে দিই। তবে, নারকেলের একটা গুণ আমরা অনেকেই জানতাম না। নারকেল ওজন কমাতেই খুবই উপকারী একটি ফল। নারকেল কীভাবে আমাদের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে জেনে নিন-

১) একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, নারকেল পুরুষদের অতিরিক্ত ফ্যাট এবং ক্যালোরি কম করতে সাহায্য করে। শরীরে ফ্যাট জমতে দেয় না। শরীরে অনেক বেশি এনার্জি এনে দেয়।

২) নারকেলে প্রচুর পরিমানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। প্রত্যেক ১০০ গ্রাম নারকেলে মাত্র ১৫ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। তাই আপনি যদি কম কার্বোহাইড্রেটের কোনও খাবার খেতে চান, তাহলে অবশ্যই নারকেল খান।

৩) প্রত্যেক ১০০ গ্রাম নারকেলে আপনি ৩৫৪ গ্রাম ক্যালোরি ক্ষয় করতে পারবেন। তাই আপনাকে যদি সারা দিনে ১৫০০ ক্যালোরি ক্ষয় করতে হয়, তাহলে ১৫০ ক্যালোরির নারকেল খেতে হবে। আমরা সারাদিন যা খাবার খাই, তাতে বেশ অনেকটাই ক্যালোরি শরীরে যুক্ত হয়। কিন্তু অতিরিক্ত ক্যালোরি শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। তাই অতিরিক্ত ক্যালোরি ক্ষয় করতে নারকেল খান।
Hasan 01-27-2017, 08:42 PM
অনলাইন ডেস্ক: বাচ্চা থেকে শুরু করে বুড়ো, যেকোনো মানুষকেই জিজ্ঞাসা করলে সবার একই উত্তর থাকবে, দাঁত ব্রাশ করা ছাড়া আবার টুথপেস্টের কিসের ব্যবহার। কিন্তু টুথপেস্টের জন্ম শুধুই দাঁত পরিষ্কার করার জন্য হয় নি।

দাঁত ঝকঝকে রাখতে টুথপেস্ট দিয়ে ব্রাশ তো করবেনই। মুখের গন্ধ দূর করতেও রোজ সকালে চাই টুথপেস্ট। তার বাইরেও টুথপেস্ট গৃহস্থালির অনেক টুকিটাকি সমস্যার মুশকিল আসান। জেনে নিন টুথপেস্টের অজানা ১০ ব্যবহার-

১. রুপার আংটি বা গয়না জৌলুস হারিয়ে কালচে কালচে হয়ে গিয়েছে? পুরনো বাতিল ব্রাশের ডগায় কিছুটা টুথপেস্ট নিয়ে ভালো করে ঘষে নিন। এরপর ধুয়ে নিলেই ঝকঝকে হয়ে যাবে। পালিস করানোর প্রয়োজন পড়বে না।

২. টুথপেস্ট দিয়ে গাড়ির হেডলাইটের কাচও সহজে পরিষ্কার করতে পারেন। নতুনের মতো জেল্লা দেবে।

৩. হারমোনিয়াম বা সিন্থেসাইজারের রিডের নোংরা পরিষ্কার করতেও টুথপেস্ট ফাটাফাটি। একটা ভেজা কাপড়ের টুকরোয় সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে হালকা করে ঘষুন। সব দাগ বা নোংরা পরিষ্কার হয়ে যাবে।

৪. কাঠের টেবল বা অন্য কোনও আসবাবে দাগ লাগলে নিমেষে পরিষ্কার করে ফেলতে পারেন। এর জন্য কোনও ক্ষতিকারক ব্লিচিংয়ের দরকার নেই। ছোপ তুলতে মাজনই যথেষ্ট। কিছুক্ষণ লাগিয়ে রেখে একটু জোরে ঘষলেই উঠে যাবে।

৫. অন্তরঙ্গ মুহূর্তে জামায় কোনোভাবে লিপস্টিকের দাগ লেগে গেছে? বা, বোতল উলটে সস পড়ে সাদা টেবল ক্লথের দফারফা? কেচেও দাগ যায়নি? মুশকিল আসান রয়েছে আপনার হাতের কাছেই। সাতপাঁচ না-ভেবে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। দাগ গায়েব।

৬. স্মার্টফোনের স্ক্রিনে প্রোটেক্টিভ ফিল্ম লাগানো নেই? ঘষা দাগ লেগেছে? কাপড়ের টুকরোয় অল্প টুথপেস্ট নিয়ে স্ক্র্যাচের উপর আলতো করে ঘষুন। আশপাশে লেগে থাকা টুথপেস্ট মুছে শুকিয়ে নিন। দাগ থাকবে না।

৭. নখে লেগে থাকা দাগ তুলতে চান? টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন, কেল্লাফতে।

৮. বেসিন বা বাথরুমের স্টিলের কল অনেক দিন পরিষ্কার করেননি? বা, নিয়মিত পরিষ্কার করলেও ছোপ ধরে রয়েছে বলে মনে হচ্ছে? চিন্তা না-করে মাজন লাগিয়ে একটু জোরে ঘষে নিন। ঝকঝক করবে।

৯. আয়রনের নীচের দাগ বা মরচে তুলতে টুথপেস্ট ঘষুন। পরিষ্কার হয়ে যাবে।

১০. মাছ কেটে হাতে আঁশটে গন্ধ? রসুন বা পেঁয়াজের গন্ধ যাচ্ছে না? অস্বস্তি লাগছে? কিছুটা টুথপেস্টে হাতে ঘষে ধুয়ে নিন। গন্ধ গায়েব।
Hasan 01-27-2017, 08:41 PM
হৃৎপিণ্ড দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের একটি। হৃদরোগ থেকে বাঁচার জন্য কয়েকটি খাবারে গুরুত্ব দিতে হবে। তবে কিছু অস্বাস্থ্যকর খাবার বাদ দেওয়াও জরুরি। এ লেখায় তুলে ধরা হলো তেমন কয়েকটি খাবার। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রাইট সাইড।

১. চর্বিযুক্ত মাছ

হৃদরোগ থেকে রক্ষার জন্য মাছ খুবই ভালো খাবার। চর্বিযুক্ত মাছ এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ খেতে হবে।

২. ওটমিল

ফাইবারযুক্ত খাবার খাওয়া হৃদরোগ থেকে বাঁচার অন্যতম উপায়। এক্ষেত্রে ওটমিল হতে পারে একটি আদর্শ খাবার। এটি রক্তের বাজে কোলস্টেরল কমবে এবং হজমশক্তি বাড়বে।

৩. বেরি

বিভিন্ন ধরনের বেরি হৃদরোগের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা অর্জনে সহায়ক। এক্ষেত্রে স্ট্রবেরি, ব্লুবেরি ইত্যাদি খুবই উপযুক্ত।

৪. ডার্ক চকলেট

ডার্ক চকলেটে রয়েছে ৬০ তেকে ৭০ শতাংশ কোকোয়া। আর এটি রক্তচাপ ও সংক্রমণ কমাতে সহায়ক।

৫. বাদাম

বাদামে রয়েছে প্রোটিন ফাইবার, যা হৃদরোগ প্রতিরোধে কার্যকর। এতে রয়েছে ভিটামিন ই, যা বাজে কোলস্টেরল কমাতে সহায়ক হবে।

৬. এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল

প্রতিদিন অতিরিক্ত নয়, মাত্র দুই চামচ করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলই আপনার রক্তের বাজে কোলস্টেরল কমাতে সহায়ক হবে।

৭. গ্রিন টি

গ্রিন টি হৃদরোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়া এটি রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং দেহের ওজন নিয়ন্ত্রণ করে।

৮. ফুলকপি ও পালং শাক

ফুলকপি ও পালং শাকে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো হৃৎস্পন্দন ঠিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

৯. ডালিম

ডালিম ও বেদানাতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো রক্তচাপ কমায় এবং হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখে।

১০. দারুচিনি

দারুচিনি দেহের ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এছাড়া হৃদরোগ প্রতিরোধেও কার্যকর।

১১. তরমুজ

তরমুজ কোলস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে খুবই কার্যকর। এছাড়া এর আরও বহু গুণ রয়েছে, যা আদতে হৃদরোগ থেকে রক্ষা পেতে সহায়ক।

১২. রসুন

রসুনের রক্তচাপ নিয়ন্ত্রণের দারুণ গুণ রয়েছে। এটি নিয়মিত খেলে এ উপকার পাওয়া সম্ভব।

১৩. আপেল

আপেলে রয়েছে প্রচুর ফাইবার ও অন্যান্য উপকারি উপাদান। এটি রক্তচলাচল স্বাভাবিক রাখতে সহায়ক। হৃদরোগের জন্যও এটি খুবই কার্যকর।
Hasan 01-27-2017, 08:34 PM
নওগাঁ প্রতিনিধি: প্রতিটি শিশুই মেধাবী এবং সৃজনশীল। তাদের এই মেধা ও সৃজনশীলতাকে মানবিক এবং সাংস্কৃতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। এজন্য শিশুদের লেখাপড়ার পাশাপাশি শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে বড় করে তুলতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

২৭ জানুয়ারি শুক্রবার বিকালে নওগাঁ সরকারি জিলা স্কুলের ১০০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



সংস্কৃতিমন্ত্রী বলেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্যদিয়ে শিশুদের গড়ে তুলতে পারলেই মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তা না হলে শুধুমাত্র জিপিএ-৫ পাওয়া লেখাপড়ার লক্ষ্য হলে সেই সমাজটা হবে জঙ্গিবাদের সমাজ। আর এমন সমাজ কোনোভাবেই আমাদের কাম্য নয়।

এর আগে দুপুরে জাতীয় পতাকা ও শতবর্ষ পূর্তির বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সকালে শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নেচে-গেয়ে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করেন।
Hasan 01-27-2017, 08:32 PM
আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে নানান ঘটনার নজির এখন ভূরি ভূরি মিলছে। কখনও সেটা ভালো, আবার কখনও তা ভয়ঙ্কর পরিণতিতে এসে ঠেকেছে। প্রাণহানিও হয়েছে কিছু ক্ষেত্রে। এমনই এক ঘটনার সম্মুখীন হলেন মালয়েশিয়ার এক মহিলা।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া ও পরে তাকে প্রতারণার অভিযোগ উঠেছে এক ভারতীয় যুবকের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মালয়েশিয়ার ওই মহিলা।

অভিযোগের বয়ান অনুসারে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে ওই যুবকের সঙ্গে পরিচয় হয় মালয়েশীয় ওই মহিলার। ২০১৫ থেকে ২০১৬-র মাঝামাঝি সময় পর্যন্ত তাদের মধ্যে ‘গভীর সম্পর্ক’ গড়ে ওঠে।

ওই মহিলাকে বিয়ে করারও প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত যুবক। সেই প্রতিশ্রুতি অনুসারে তাকে ভারতীয় মুদ্রায় কয়ের লাখ টাকা ও অন্যান্য জিনিস দেন প্রতারিত মহিলা।

সেই সময় দু’বার ভারতেও আসেন তিনি। কিন্তু, ২০১৬-র পর থেকেই নানা অছিলায় অভিযুক্ত যুবক ওই মহিলাকে এড়িয়ে যেতে শুরু করেন বলে অভিযোগ। পরিস্থিতি অস্বাভাবিক বুঝে পুলিসের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। পুলিস ঘটনার তদন্তে নেমেছে।
Mohsin 01-27-2017, 07:50 PM
তুমি কি আমার সেই অনামিকা
আজ ও ভুলতে পারিনি
সেই পুরোনো দিনের কথা
সে দিন ও ছিলে তুমি আমার
আজ কেন হয়ে গেলে অন্যে জনার
মহসিন
Hasan 01-25-2017, 11:21 PM
দেশের বিভিন্ন স্থানে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৮ হাজার ৬০০ আবাসিক প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দুই লাখ ৬০ হাজার প্রি-পেইড মিটার স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

এটা ২০১৮ সালের মধ্যে শেষ হবে। শিল্প খাতেও প্রি-পেইড মিটার স্থাপনের কার্যকারিতা পরীক্ষাধীন রয়েছে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য এম এ মালেকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, প্রি-পেউড মিটার স্থাপনের পর এক জরিপে দেখা গেছে, প্রতিটি ডাবল বার্ণার চুলায় গড়ে ৩৩ ঘনমিটার গ্যাস সাশ্রয় হয়। এছাড়া এ মিটার স্থাপনের পর গ্রাহকরা দায়িত্বশীলভাবে গ্যাস ব্যবহার করে। তাই গ্রাহকদের প্রি-পেইড মিটার ব্যবহারে উৎসাহ দেয়া হচ্ছে।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী। তাই দেশের অভ্যন্তরে তেলের দাম কমানো বা বাড়ানো সম্ভব না। এছাড়া অতীতের প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা সরকারি ঋণ এখনও রয়ে গেছে। তাই এখন আবার জ্বালানি তেলের দাম কমানো হলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আবার ঋণগ্রস্ত হবে।
Hasan 01-25-2017, 11:19 PM
দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার নাম ধরে গণমাধ্যমের উপর ক্ষোভ ঝেড়েছেন সাংসদ শামীম ওসমান। শামীম ওসমানের অভিযোগ, সংসদের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে গণমাধ্যম প্রতিনিয়ত লিখে যাচ্ছে।

২৫ জানুয়ারি বুধবার রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

শামীম ওসমান বলেন, ‘এমপি লিটনকে লক্ষ্য করে যতই শোক জানাই সে ফিরে আসবে না। আমি প্রশ্ন রাখতে চাই জাতীর বিবেকের কাছে, লিটন কি তার মৃত্যুতে কষ্ট পেয়েছিল নাকি যেভাবে লিটনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল তার জন্য বেশি কষ্ট পেয়েছে? তিনি বলেন, ‘এরা কারা, এই পত্রিকাগুলি কারা? আমি নাম ধরেই বলতে চাই। কারণ, আমি কাউকে ভয় করিনা। ডেইলি স্টার, প্রথম আলো। শুধু লিটন নয়, এই সংসদের অধিকাংশ সদস্য যারা শেখ হাসিনার বাইরে রাজনীতি করতে চান না, যারা নতুন উদীয়মান নেতা; প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে লিখে যাওয়া হচ্ছে। আমি নিজে এর সবচেয়ে বড় ভিকটিম।’

শামীম ওসমান বলেন, ‘৭ খুনের ব্যাপারে ১ ঘণ্টার মধ্যে আমিই প্রথম বক্তব্য দিয়েছি কারা জড়িত। ৩৮ মাস পরে যখন বিচার হল, দেখা গেল আমার কথা সত্য। অথচ প্রথম আলো পত্রিকা তখন লিখল শামীম ওসমান ৭ খুনের সাথে জড়িত। রায়তো বেরিয়েছে, এখন তারা কি বলবেন?’

শেখ হাসিনাকে মা সম্বোধন করে তিনি বলেন, ‘উনাদের লেখার কারণে আমাদের নেত্রীকে ১১ মাস কারাগারে থাকতে হয়েছে। এগুলি কিসের আলামত? তারা কি বিচারের উর্ধে? তাদের মত সাংবাদিকদের জন্য আজকে সত্যিকারের সাংবাদিকরা বিতর্কিত হচ্ছেন।’

তিনি বলেন, ‘ওরা নেত্রীর বিরুদ্ধে বলবে, ওরা আমাদের এমপিদের বিরুদ্ধে চরিত্র হরণ করবে, পুলিশের চরিত্র হরণ করবে, সেনাবাহিনীর চরিত্র হরণ করবে, ওরা নতুন করে ষড়যন্ত্র করছে। দুঃখ...ওরা কি করেছে সেটা না, আমাদের দলে যারা আছেন, আমাদের দলের নেতা, সরকারের সুযোগ-সুবিধা পান উনার পত্রিকায় গত ৩ দিন আগে লেখা হল বিভিন্ন সংসদ সদস্যের নামে। উনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, যিনি আমাদের কৃপায় টিকে আছেন।’

‘শুনেছি কোন এক জায়গায় বসে ষড়যন্ত্র হয়েছে, ১০০টা এমপির নাম ঠিক করা হয়েছে। সেই এমপিদের বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হবে-এমন আশঙ্কার কথা প্রকাশ করে ডেপুটি স্পীকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি আমাদের গার্ডিয়ান। আমরা অপরাধ করলে আমাদেরকে ডেকে ১৬৪ (জিজ্ঞাসাবাদ) করেন। আমি দোষী হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন, আমাকে বের করে দিন এবং ওদের বিরুদ্ধে আইন করুন।’
mahbubpathan 01-25-2017, 01:45 AM
ফেসবুকে নতুন-নতুন কত সুবিধা বাহির হইতাছে তার কোন শেষ নেই। যে সুবিধাগুলো অসাধারণ। তেমনি নতুন আরেকটা জিনিস দেখলাম লাইভ ক্রিকেট আপডেট স্কোর রেজাল্ট। হুম ঠিকই বলছি ফেসবুকে পাবেন লাইভ ক্রিকেট স্কোর আপডেট। অবশ্য এটা ফেসবুকের নিজস্ব কোনো ফিচার না। এটা Machaao নামের একটা ওয়েবসাইট এই সুবিধা দিচ্ছে। সুবিধাটি পেতে তেমন কিছুই করতে হবে না। শুধুমাত্র Machaao এর ফেসবুক পেজে একটা মেসেজ দিতে হবে।
.
http://www.facebook.com/machaao এটা হচ্ছে Machaao এর ফেসবুক পেজ লিংক।
.
পেজে ডুকুন আর hi লিখে মেসেজ দিন। সাথে সাথে ওরা এই মেসেজটি দিবে।
.
My name is Ganglia – Your Cricket Assistant. I can send you quick schedules, popular cricket news and personalized score updates for your favorite international cricket teams and players (Now in BETA!), Follow a team or a player…
.
এখন আপনি যেকোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম সিলেক্ট করতে পারবেন। একের অধিকও সিলেক্ট করতে পারবেন। উদাহারন হিসেবে start Bangladesh লিখে মেসেজ দিলে বাংলাদেশের সকল ইন্টারন্যাশনাল খেলার আপডেট আসবে। যেকোনো দেশের প্রিমিয়াম লিগের আপডেটও আসবে। শুধু লাইভ স্কোর আপডেট না যে দেশগুলো সিলেক্ট করবেন সে দেশের ক্রিকেট নিউজ গুলোও পাবেন। ও আরেকটা কথা অাপনারা আপনাদের পছন্দের ক্রিকেট প্লেয়ারকে ফলো করতে পারবেন। তার সকল আপডেট পাবেন। যদিও এটা এখনও বেটা ভার্সনে আছে। এবার দেখে নিন কিছু প্রয়োজনীয় মেসেজ। কারণ কি লিখলে কি আসবে সেটা তো জানতে হবে। hi= Machaao মেসেজ দেয়া শুরু করবে। start দেশের নাম= কোনো দেশের ক্রিকেট খেলার আপডেট পেতে stop দেশের নাম=এই দেশের আপডেট বন্ধ রাখতে। mute=যখন আপনার সিলেক্ট করা দেশগুলোর লাইভ আপডেট আসতে থাকবে তখ। কিছুক্ষনের জন্য আপডেট বন্ধ রাখতে। পরবর্তীতে আবার আপডেট পাওয়া শুরু করতে hi লিখুন।
.
1 ball=প্রতি বলে বলে আপডেট পেতে,
1 wicket= প্রতি উইকেটের আপডেট পেতে,
1 over=প্রতি ওভারের আপডেট পেতে,
25 runs=প্রতি ২৫ রানের আপডেট পেতে,
10 balls=প্রতি ১০ বলের আপডেট পেতে,
every boundary=প্রতি বাউন্ডারির আপডেট পেতে,
every six=প্রতি ছক্কার আপডেট পেতে,
player name=প্লেয়ারের আপডেট পেতে,
stop=সকল সেটিং বন্ধ করতে।
.
তাহলে আর দেরি কেন? ফেসবুকের মাধ্যমে ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখুন।
Attached Files
MahdiHasan8800 01-25-2017, 12:20 AM
Hello Friends…..

আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম অ্যানড্রোয়েড ফোনের কিছু কোড যা আপনাদপ্রেজানা দরকার।

তিনিয়তই অ্যানড্রোয়েড ফোনের কদর বাড়েই চলেছে। সারা বিশ্বে যতগুলো স্মার্টফোন রয়েছে তার বেশির ভাগই অ্যানড্রোয়েড অপারেটিং সিস্টেম চালিত।

সব অ্যানড্রোয়েড ফোনেরই আছে কিছু জরুরি কোড। যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের জরুরি কাজগুলো সম্পাদন করতে পারেন।

পাঠকদের কথা বিবেচনা করেই অ্যানড্রোয়েড ফোনের জরুরি কিছু কোড তুলে ধরা হলো-

১. ভয়েস ডায়াল মোড অ্যাক্টিভ করতে ডায়াল করুন *#*#৮৩৫১#*#*

২. সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে যাবতীয় তথ্য পেতে ডায়াল করুন *#১২৫৮০*২৬৯#

৩. ক্যামেরা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে ডায়াল করুন *#*#৩৪৯৭১৫৩৯#*#*

৪. মোবাইলের বেসিক তথ্য জানতে ডায়াল করুন *#*#৪৬৩৬#*#*

৫. ফ্যাক্টরি রিসেট সেটিংয়ের জন্য ডায়াল করুন *#*#৭৭৮০#*#*

৬. ব্লুটুথ ঠিক আছে কিনা জানার জন্য ডায়াল করুন *#*#২৩২৩৩১#*#*

৭. র‌্যামের মেমোরি ভার্সান জানার জন্য ডায়াল করুন *#*#৩২৬৪#*#*

৮. মোবাইলের আইএমইআই নম্বর জানার জন্য ডায়াল করুন *#০৬#
Attached Files
MahdiHasan8800 01-25-2017, 12:11 AM
প্রিয় LikeBD টিমের সদস্যবৃন্দ

শুভ রাত্রি। কেমন আছেন। আমি সাধারন টিউনার শফিকুর রহমান, আচ্ছা আমার টিউন কেমন হয় বলবেন কিন্তু । তা না হলে আমি কেমন টিউনার নিজেকে যাচাই করতে পারবনা। তাই আপনারা জানাবেন, আর আজকে পুষ্ট করলাম কম্পিউটার ও টেকনোলজি প্রোগ্রাম নিয়ে । নিচে দেখুন,,,,,,,,

পেনড্রাইভ / মেমোরি কার্ড /

এক্সর্টারনাল হার্ডডিস্ক -এখন বহুল ব্যবহৃত

ফাইল স্টোরেজ। এগুলো নিয়মিত ব্যবহার

করেছেন, কিন্তু shortcut / virus এর সমস্যায়

পরেন নি, এমন মানুষ খুব কমই আছে।

সমস্যা :

সাধারণত যে সব সমস্যা দেখা যায়-

shortcut হয়ে যাওয়া virus এর জন্য hide হয়ে

যাওয়া স্টোরেজে ফাইল থাকা সত্ত্বেও

ভিতরে ফাকা দেখানো ।

সমাধান :

অনেক সময় virus এর জন্য কিছু ফাইল hide হয়ে যায়।

hide ফাইল গুলোকে unhide করে ফিরে

পাওয়া যায়। তার জন্য, My Computer এর

window টা open করে বাম দিকের Organize এ

ক্লিক করে Folder and Search Options select

করলে নতুন পপ আপ window আসবে। ওখানে

View-এ select করে Show Hidden Files, Folders,

or Drives এ টিক মার্ক করে Ok দিলেই

স্টোরেজের hide হওয়া file গুলো দেখতে

পাবেন। তারপর আপনার ঐ স্টোরেজের file

এর উপর মাউস নিয়ে রাইট ক্লিক করে

Properties থেকে Hidden এর টিক মার্ক

উঠিয়ে দিয়ে ok করে file গুলো সবসময়ের

জন্য visible করে নিবেন। এবার আসি advance

solution এ যদি file শর্টকাট হয়ে যায় / hidden

file show করার পরও files গুলো না পাওয়া

যায়, তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে

হবে।

প্রথমত, Start মেনুতে গিয়ে Command

Promote (cmd ) খুজে বের করে open করতে

হবে ( Start মেনুতে cmd লিখে সার্চ দিলেই

এসে পরে). তারপর স্টোরেজ ড্রাইভের

letter-টা দেখে cmd window তে attrib -h -r –

s /s /d D: \*.* (এখানে D হল স্টোরেজ

ড্রাইভটার letter) type করে এন্টার চাপুন।

কিছুক্ষণ অপেক্ষা করার পর স্টোরেজ

ড্রাইভের ভিতর যেয়ে দেখবেন সব ফাইল

চলে এসেছে। এভাবে খুব সহজেই

স্টোরেজের লুকিয়ে থাকা ফাইল গুলো

খুজে পাওয়া যায়।

তাহলে উপরের তথ্য অনুসারে কাজ করুন, ১০০% হবে কম্পিউটার এর খুঁটিনাটি কিছু জানি এভাবে আরও জিনিস শেয়ার করব পাশে থাকুন

দুখিত হয়ত খুব ভাল করে বুজাতে পারিনি, স্ক্রিনশট দেইনি বলে, কিন্তু আমার ধারনা আপনারা বুজতে পেরেছেন।
Hasan 01-24-2017, 11:11 AM
আন্তর্জাতিক ডেস্ক: প্রেমিকাকে সঙ্গে নিয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগালো এক স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের শিলচরে। শনিবার রাতে রাজেশ্বপুরের বৌয়ারপার গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধু চম্পা নাথকে (৩৩) সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, প্রায় তিন বছর আগে লক্ষীনগর আর এ এলাকার তাপসচন্দ্র নাথের কন্যা চম্পা নাথের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় রৌয়ারপার গ্রামের রুবি নাথের। বিয়ের পর একটি পুত্রসন্তানের জন্ম হলেও মারা যায়। গত ক’মসা ধরে ত্রিকোণ প্রেমকে কেন্দ্র করে তাদের দাম্পত্য জীবনে তীব্র অশান্তি বিরাজ করছিল।

অগ্নিদগ্ধ চম্পা নাথ পুলিশের কাছে সরাসরি স্বামী রুবি নাথ ও প্রতিবেশী জনৈকা যুবতীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, শনিবার সকালে দু’জন মিলে কেরোসিন ঢেলে তাঁর গায়ে আগুন লাগায়। এরপর তিনি দৌড়ে প্রাণরক্ষা করে সোজা লালা থানায় চলে আসেন। লালা পুলিশের কাছে তাঁর অগ্নিদগ্ধ অবস্থার জন্য স্বামী রুবি নাথ ও প্রতিবেশী এক যুবতীর নাম উল্লখ করে প্রাথমিক জবানবন্দি দেন। এরপর পুলিশ দ্রুত ওই অগ্নিদগ্ধ মহিলাকে লালা প্রাথমিক হাসপাতালে পাঠান।

চম্পা নাথ অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তাঁর স্বামীর সঙ্গে প্রতিবেশী এক যুবতীর অবৈধ প্রেমের সম্পর্ক চলছিল। তাঁকে বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল। স্বামী ওই যুবতীকে বিয়ে করতে চাইছিল। কিন্তু তিনি এতে সম্মতি না দেওয়ায় এ দিন দু’জন মিলে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন চম্পা নাথ।

সম্পাদনায়: জাহিদ হাসান
Hasan 01-24-2017, 11:11 AM
আন্তর্জাতিক ডেস্ক: এক সময় রিয়েলিটি শো দি অ্যাপ্রেন্টিসের উপস্থাপক ছিলেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তার মুখ থেকে সবচেয়ে বেশি যে বাক্যটি উচ্চারিত হতো সেটি হচ্ছে ‘আপনাকে বরখাস্ত করা হলো।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সেই বক্তব্যের প্রতিফলন ঘটালেন। একসাথে ৮০ জন মার্কিন কূটনীতিককে বরখাস্ত করেছেন তিনি।

রাজনৈতিক পছন্দের ভিত্তিতে যেসব কূটনীতিক বা কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্ট চাইলে তাদের বরখাস্ত করতে পারেন। ট্রাম্প ঠিক সেই কাজটিই করেছেন। পূর্বসুরি বারাক ওবামার আমলে নিয়োগ দেওয়া সব কূটনীতিককে প্রথম দিনেই বরখাস্তের আদেশ পাঠিয়েছেন ট্রাম্প।

এদের সবাইকে শুক্রবার শপথের দিনের মধ্যাহ্নের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এ নির্দেশটি আলোচিত হওয়ার প্রধান কারণ হচ্ছে, ওই সব পদে নতুন নিয়োগ ব্যতিরেকেই তিনি এ বরখাস্তের আদেশ দিয়েছেন।

মালয়েশিয়ায় মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, ‘কেবলমাত্র রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কূটনীতিকদের ডেকে পাঠিয়েছেন প্রেসিডেন্ট।’
Hasan 01-24-2017, 11:10 AM
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের প্রধান গির্জায় পবিত্র কুরআন তেলাওয়াত শুনেছেন। স্ত্রী ম্যানিলাসহ ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী তার পাশে উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরদিন গির্জায় বিভিন্ন ধর্মের প্রতিনিধির উপস্থিতিতে পবিত্র কুরআনের সূরা হুজরাত ও সূরা রূম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করে শোনান আমেরিকার একটি গুরুত্বপূর্ণ মসজিদের ইমাম মোহাম্মাদ মাজেদ।

আরবিতে আয়াতগুলো তেলাওয়াতের পর ইংরেজিতে এসব আয়াতের অনুবাদ পড়ে শোনানো হয়। এ অনুষ্ঠানে বর্ণবাদবিরোধী ও নাগরিক অধিকার আন্দোলনের নন্দিত মার্কিন নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের পরিবারের সদস্য আলভেদা কিং-ও উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানের আয়োজকরা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার সব মানুষের প্রতিনিধি তা তুলে ধরতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় বলেছিলেন, তিনি নির্বাচিত হলে মুসলমানদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করবেন।

পর্যবেক্ষকরা বলছেন, মুসলিম বিরোধী হিসেবে ট্রাম্প পরিচিতি পেয়েছেন। কারণ তিনি মুসলমানদের বিরুদ্ধে নানা কথা বলেছেন। তাদের প্রশ্ন কুরআন তেলাওয়াত শোনার পর কি তার মধ্যে কোনো পরিবর্তন আসবে?
Hasan 01-24-2017, 11:10 AM
আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ার যেমন উপকারিতা রয়েছে তেমনি রয়েচে অপব্যবহার। সম্প্রতি ফেসবুক লাইভের তেমনি অপব্যবহার করল সংবদ্ধ একটি চক্র। সুইডেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও সরাসরি সম্প্রচার করা হয়েছে।

এ ন্যাক্কারজনক ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সুইডেনের আপসালার এক অ্যাপার্টমেন্টে শনিবার রাতে এ ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালায় ঐ তিন ব্যক্তি। ফেসবুকে সরাসরি সম্প্রচারের পরপরই তাদের আটক করা হয়।

সুইডিশ ট্যাবলয়েড পত্রিকা অ্যাফটনব্লেডেটের তথ্যানুসারে, ফেসবুকের একটি ক্লোজড গ্রুপে সংঘবদ্ধ ধর্ষণের ঐ ভিডিও সরাসরি সম্প্রচার করা হয়। সরাসরি সম্প্রচারিত ওই ভিডিও দেখা এক ফেসবুক ব্যবহারকারী সংবাদমাধ্যম অ্যাফটনব্লেডেটকে বলেন, ‘আমি প্রথমে ভিডিওটি দেখে ভেবেছিলাম ওরা হয়তো মজা করছে।’ সুইডেনের আঞ্চলিক পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
Hasan 01-24-2017, 11:10 AM
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঝড়ের আঘাতে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

তাঁরা জানান, দক্ষিণ-কেন্দ্রীয় জর্জিয়ায় ঝড়ের আঘাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর নাথান ডিল।

শনিবার মিসিসিপিতে টর্নেডোর আঘাতে আরো চারজনের মৃত্যু হয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফ্লোরিডার উত্তরাঞ্চলে এবং জর্জিয়ার দক্ষিণাঞ্চলে আরো বেশ কয়েকটি ঝড় আঘাত হানতে পারে।

জর্জিয়ার জরুরি ব্যবস্থাপণা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কুক, ব্রুক, ডাউঘারটি এবং বেনিন কাউন্টিতে ঝড়ের আঘাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। - বিবিসি।
Hasan 01-24-2017, 11:09 AM
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মারিয়ম নওয়াজের এমএমএস ভিডিও ফাঁস! শুধু ফাঁস হওয়া নয়, রীতিমত সোশ্যাল মিডিয়াতে সেটি ভাইরাল হয়েছে। এমনকি মোবাইলে মোবাইলে ঘুরতে শুরু করেছে সেই ভিডিওটি।

যদিও ফাঁস হওয়া এই ভিডিওটি সত্যিই মারিয়ম নওয়াজের কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ এই ভিডিওতে কোথাও নওয়াজ কন্যার মুখ দেখানো হয়নি। এমনকি ভিডিওতে যে তরুণীকে দেখা যাচ্ছে, তারও কোন মুখ দেখানো হয়নি।

শুধু এমএমএসটি শুরু হওয়ার আগে দাবি করা হয়েছে যে, এটি নওয়াজ শরিফের কন্যার লিক হওয়া এমএমএস! এরপর একটি মেয়েকে দেখা যাচ্ছে যে, কালো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। সেই পোশাকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শরীর। এরপর কিছুটা ব্ল্যাক……। জামা পরিবর্তন করে এরপর অন্য একটি জামায় দেখা যায় ওই তরুণীকে। সেটাও যথেষ্ট সাহসী।

নওয়াজ শরিফের কন্যা মারিয়ম নওয়াজও একজন রাজনৈতিক কর্মী এবং সমাজকর্মী। শুধু তাই নয়, যথেষ্ট সুন্দরীও। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র এই ভিডিও ছড়িয়ে অপপ্রচার করা হচ্ছে কিনা, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।
Hasan 01-24-2017, 11:09 AM
অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে শ্রীলক্ষ্ণী সতীশ নামে এক ভারতীয় যুবতীকে টাকার প্রলোভন দেখিয়ে বিপদে পড়েছে স্থানীয় এক যুবক। দেশটির কেরালা রাজ্যে শ্রী লক্ষ্মীর কাছে হোয়াটস অ্যাপে মেসেজ আসে- ‘তোমার রেট কত?’, ‘কী ভাবে তোমার সঙ্গে দেখা হতে পারে?’, ‘আমি তোমার জন্য হোটেলে ঘর বুক করব?’

এরপরই বেজায় চটে যান শ্রীলক্ষ্মী। স্থানীয় একটি শিক্ষা সংগঠনের সিইও শ্রীলক্ষ্ণী সব কিছু মুখ বুজে সহ্য করার মেয়ে নন। তিনি পাল্টা ফোন করেন মেসেজ প্রেরণকারী একটি নম্বরে। যে পুরুষ ফোনটি ধরেছিলেন, তাঁকে নিজের প্রকৃত পরিচয় দেন শ্রীলক্ষ্মী এবং ফেসবুকে নিজের আসল প্রোফাইলটিরও তথ্য দেন। সেই পুরুষ নিজের ভুল বুঝতে পেরে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন শ্রীলক্ষ্মীর কাছে।

শ্রীলক্ষ্মী জানতে চান, তাকে হঠাৎ এমন মেসেজ কেন পাঠালেন আর নম্বরই বা কোথা থেকে পেলেন? ওই পুরুষ তখন ফাঁস করে দেন রহস্য। জানা যায়, নিজের এক বন্ধুর কাছেই শ্রীলক্ষ্মীর নম্বর পেয়েছিলেন তিনি। ওই বন্ধুই নাকি শ্রীলক্ষ্মীকে ‘সুপার আইটেম’ বলে উল্লেখ করেছিলেন হোয়াটস অ্যাপে। নিজেদের সেই হোয়াটস অ্যাপ কনভারসেশনের স্ক্রিন শট-ও পাঠান তিনি প্রমাণ হিসেবে।

শ্রীলক্ষ্মী বুঝতে পারেন, তাঁর পরিচিত এক পুরুষই অবাঞ্ছিত ভাবে তাঁর নম্বর ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ছেলেটি আবার স্থানীয় রাজনৈতিক দলে সদস্য, এবং বাস্তবে সেই ছেলে শ্রীলক্ষ্ণীকে ‘দিদি’ বলে সম্বোধন করে। কিন্তু সেই যুবকের রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেননি শ্রীলক্ষ্মী। তিনি সোজা থানায় এফআইআর করেন ওই যুবকের নামে।

তার পরেই নড়েচড়ে বসেন ওই রাজনৈতিক দলের অন্যান্য স্থানীয় সদস্যরা। তাঁরা শ্রীলক্ষ্মীকে অনুরোধ করেন, পুলিশে করা অভিযোগ তুলে নেওয়ার জন্য। কিন্তু তাতে তরুণীর মন গলেনি। তখন ওই যুবকের বাবা শ্রীলক্ষ্মীকে ২৫ হাজার টাকার একটি চেক দেওয়ার চেষ্টা করেন। বলেন, টাকাটা নিয়ে তিনি যেন কেস উইথড্র করে নেন। শ্রীলক্ষ্মী জানান, কেস তিনি তুলে নিতে পারেন। কিন্তু টাকাটা তিনি নেবেন না। বরং যুবকের বাবাকে টাকাটা কোনও স্বেচ্ছাসেবী সঙ্গগঠনকে দিয়ে রসিদ নিয়ে এসে দেখাতে হবে। বিপাকে পড়া ভদ্রলোক তেমনটাই করেন।

সেই রসিদের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন শ্রীলক্ষ্মী। বিবৃত করেন গোটা ঘটনাটাও। তার পরেই শুভেচ্ছা বার্তায় ভেসে যায় শ্রীলক্ষ্মীর ফেসবুক ওয়াল। সবাই শ্রীলক্ষ্মীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে থাকেন তাঁর ব্যতিক্রমী ও সাহসী পদক্ষেপের জন্য।
Hasan 01-24-2017, 11:08 AM
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের দুকলিয়া এলাকা থেকে মাদক পাচারে আল্লাহর পবিত্র নাম ‘আল্লাহ’ শব্দকে ব্যবহার করায় এক বিখ্যাত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

দেশটির একটি গণমাধ্যাম জানায়, গ্রেফতাকৃত ওই ব্যক্তির নাম আইমান ইমরান। তদন্তে আইমান ইমরান স্বীকার করেছেন, তিনি মাদক পাচারে প্যাকেটের গায়ে ‘তাওয়াক্কাল আলাল্লাহ’ বাক্যটি লেখে থাকেন। যেন এ নামের বরকতে তাকে গ্রেফতার না করা হয়।

মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, আইমান ইমরানকে কুমুন নুর এলাকা থেকে ব্যাপক গোলাগুলির পর গ্রেফতার করা হয়। তার আরও দুই সঙ্গীকেও গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্রও উদ্ধার করা হয়।

আইমান ইমরান একজন প্রসিদ্ধ মাদকপাচারকারী। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। এর আগে সে পাঁচ বছর জেলও খেটেছিল।
Hasan 01-24-2017, 11:08 AM
অনলাইন ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌনমিলন বা সহবাস করার পর এককভাবে ছেলেদের উপর দায়ভার চাপালে এখন থেকে তা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আদালত। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ধর্ষণ মামলা আনা হলেও আদালতে তা খারিজ করে দেওয়া হবে মর্মে রায় দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত।

আদালতের রায়ে জানা গেছে, বিয়ের আগে যৌনমিলন করার পর প্রতিশ্রুতি ভাঙলেই অধিকাংশ ক্ষেত্রে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন মহিলা সঙ্গী। কিন্তু এক্ষেত্রে কি মহিলা সঙ্গীটির কোনও দায়ই থাকে না?

একটি মামলায় ধর্ষণের অভিযোগ খারিজ করে দিয়ে সেই প্রশ্নই তুলে দিলো মুম্বাই হাইকোর্ট। সম্পর্ক ভেঙে যাওয়ার পরে নিজের ২১ বছর বয়সি পুরুষ সঙ্গীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন এক যুবতী।

মামলার রায় দিতে গিয়ে বিচারপতি মৃদুলা ভাটকর বলেন, যে কোনও ধর্ষণের অভিযোগেই বিয়ের প্রতিশ্রুতিকে প্রলোভন হিসেবে ধরা যায় না। কোনও শিক্ষিত মহিলা যদি বিয়ের আগে শারীরিক সম্পর্কে রাজি হন, তাহলে নিজের সিদ্ধান্তের দায়ও তাকেই নিতে হবে বলে স্পষ্ট জানিয়েছে আদালত।

রায় দিতে গিয়ে বিচারপতি বলেন, ‘প্রতারণার মাধ্যমে সম্মতি আদায় করাকে অবশ্যই অন্যতম বিচার্য্য বিষয় হিসেবে গণ্য করা উচিত। কিন্তু বাস্তবে এমন কিছু রেকর্ড থাকা দরকার যাতে প্রাথমিকভাবে প্রমাণ হয় যে এমন কিছু প্রলোভন দেখানো হয়েছে, যাতে কেউ শারীরিক সম্পর্ক তৈরি করতেও সম্মতি দেয়। কিন্তু এই ধরনের মামলায় বিয়ের প্রতিশ্রুতিকে প্রলোভন বলা যায় না।’

মামলার রায় দিতে গিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি এবং মেয়েদের উপরে তার প্রভাবের কথাও টেনে এনেছেন বিচারপতি ভাটকর। তিনি বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে এটাই বিশ্বাস করা হয় যে বিয়ের আগে পর্যন্ত কুমারিত্ব রক্ষা করা একটি মেয়েরই দায়িত্ব। কিন্তু আজকের প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে বিভিন্ন ধারণার আদান প্রদান হয় এবং যৌনতা সম্পর্কেও তাঁরা অনেক বেশি ওয়াকিবহল।’

রায় পড়তে গিয়ে আদালতের বিচারক ভাটকর এও বলেন, সমাজের দৃষ্টিভঙ্গিতে উদারতা এলেও বিয়ের আগে শারীরিক সম্পর্কটা এখনও নিষিদ্ধ হিসেবেই ধরা হয়। এই পরিস্থিতিতে কোনও মহিলা কোনও পুরুষকে ভালবাসলে এটা ভুলে যায় যে, শারীরিক সম্পর্ক তৈরি করাটা নিজের পুরুষ সঙ্গীর মতোই তাঁর ইচ্ছার উপরেও সমানভাবে নির্ভরশীল। ফলে নিজের এই সিদ্ধান্তের দায়ভার মহিলা নিতে চান না।’

এই প্রসঙ্গেই আদালত জানায়, সম্পর্ক ভেঙে গেলেই ধর্ষণের অভিযোগ দায়ের করার প্রবণতা যেভাবে বাড়ছে, তাতে মেয়েটির কষ্টের সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তির জীবন এবং স্বাধীনতার দিকটিও নিরেপক্ষভাবে বিচার করা উচিত আদালতের। এই মামলার রায় দিতে গিয়ে অতীতে আদালতের দেওয়া একই ধরনের নির্দেশও তুলে ধরেন বিচারপতি। সেই নির্দেশগুলোতেও বলা হয়েছিল, কোনও মহিলা শিক্ষিত এবং প্রাপ্তবয়স্ক হলে বিয়ের আগে সহবাসের পরিণতি তাঁরও জানা উচিত।
Pages (144):    1 89 90 91 92 93 144   
Welcome, Guest
You have to register before you can post on our site.
Lost Password?
Remember me?
 
Members: 1,290
Latest member: taoaxue123
Forum threads: 2,869
Forum posts: 6,357
There are currently 118 online users. 0 Member(s) | 113 Guest(s)
Applebot, Bing, Facebook, Google, Yandex
Latest Threads
Shuvo Kamona Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:34 PM
Replies: 80 - Views: 19,367
Kemon Acho Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:33 PM
Replies: 71 - Views: 20,292
Bangla Islamic Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:31 PM
Replies: 149 - Views: 29,681
Bangla Koster Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:25 PM
Replies: 138 - Views: 30,650
Bangla Jokes Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:23 PM
Replies: 65 - Views: 41,848
Bangla Advice Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:21 PM
Replies: 85 - Views: 23,669
Mixed General Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:18 PM
Replies: 202 - Views: 34,255
Bangla Friendship Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:16 PM
Replies: 165 - Views: 53,540
Bangla Love Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:10 PM
Replies: 310 - Views: 56,896
Bangla Eid Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:07 PM
Replies: 21 - Views: 112,967
Powered By MyBB, © 2002-2024 MyBB Group.
Made with by Curves UI.