পাঠকের প্রশ্ন: আমার দাদার নামে এসএ রেকর্ড আছে কিন্তু আমরা দখলে যেতে পারছি না। দাদা বিক্রি করেনি। দাদা মারা যাবার পর আমরা আর দখলে যেতে পারছি না। যারা বর্তমানে দখলে আছে তারা বলে জমি তাদের। এখন কী করা দরকার?
প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে পাঠিয়েছেন: নাম প্রকাশে অনিচ্ছুক একজন।