আজ হলো সেই দিন, সুখ পেলাম যত!
আজ হলো সেই দিন, বুকে পেলাম ক্ষত!
আজকের এই দিনে, আপন হলো পর!
আজকের এই দিনে, ভাঙলো এই অন্তর!
আজ থেকে বদলে যাব, হয়ে যাব নিষ্টুর!
করে আপন সাঁদা কাফন, পাড়ি দেব অচিনপুর!
ভুলে গিয়ে সব কিছু, বাঁধবো একটি ঘর!
সেই ঘরটির নাম হবে, অন্ধকার কবর!
ভালবাসা হলো এমন একটি মায়া,
তুমি যত দুরে যাবে যাবে ততই কাছে টানবে,
যত ভুলে যাবে ততই মনে পড়বে,
আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে
কিছু কষ্টো আছে জমা এইনা মনের ঘরে ,
কিছুটা জল চোখটা বেয়ে অঝোর ধারায় ঝড়ে ।
চোখটা মুছে হঠাত আবার মিথ্যেকরে হাসি ,
হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসি ?
যদি কর সুখের আশা করিও না 'ভালবাসা'|
ভালবাসা অতি "কষ্ট, এতে হয় জিবন"নষ্ট,
ভালবাসার শেষ "ফল" বুকে বেথ্যা চোখে 'জল.
হায়রে ভালবাসা
কষ্ট মানুষ কে পরিবর্তন করে ,
কষ্ট মানুষ কে শক্তিশালি করে
আর প্রতিটি কষ্টের অভিঙ্গতাই
আমার জন্য নতুন শিক্ষা ।
আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,,
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা..
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,,
যেখানে জমা আছে অনেক ব্যাথা..!
প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও,
তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে !
এটাই হয়তো পৃথীবির নিয়ম..!!
তোমারি অপেক্ষায় থাকবো আমি কোন দূর অজানায়,
নিয়তির এই খেলাতে কেউতো কারো নয়
বুজি না আজ ভাবনা গুলো আজ কেন এলোমেলো হয়,
তবু যেন সবকিছু এগিয়ে যাওয়া আগের মতোই,
কোন সত্য মিথ্যে নাই সবিতো যেন বাস্তবতায় মনে হয়...
কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না
যা সইবার ক্ষমতা আমার নাই॥
দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না
যা বইবার ক্ষমতা আমার নাই॥
আমায় এতো বেশি কাঁদাইয়ো না,
যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে॥