দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো।
দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো।
ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছে
কিন্তু ভালোবাসার এসব অনেকের জীবনেও মিছে।
ফুল গুলি সব ঝরে গেছে, বাগান আজ শুন্য।
তোমায় সৃতি মনে হলে লাগে যে বিষন্ন।
হঠাৎ করে হারিয়ে গেলে অজনা এক দেশে।
কেমন করে চলে গেলে হাওয়ার সাথে মিশে?
পাখির গানে ঘুম ভাঙ্গে, তোমার ফোনে না।
প্রতিক্ষার প্রহর শেষে দেখা হল না..!!
আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম ,,
বৃষ্টিতে ভিজে গেলো ..... আকাশে লিখলাম ,,
আকাশ মেঘে ঢেকে গেলো .....
কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ,,
ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে....
আমার নিভে যাওয়া প্রদীপ তুমি পারবে কি জ্বালাতে ---!
আমার ভুলে যাওয়া স্বপ্ন পারবে কি দেখাতে ---!
আমার হৃদয়ের গোপন কথা তুমি পারবে কি শুনতে --!
ভেঙ্গে যাওয়া জীবন আমার তুমি পারবে কি গড়তে ---!
একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলা
পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া;
নিস্তব্ধ দ্রোহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি
তুমি অন্ধকার, চারিদিকে অন্ধকার।
চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি,,
কারন কি জানেন??
পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও
একমাত্র চোখের পানিই বুঝাতে পারে
কাউকে হারানোর কষ্ট...!!
জীবনের কষ্ট গুলো যদি বেঁধে রাখা যেত ,,,
তবে তা যত্ন করে বেঁধে রাখাতাম ,,
কারন, কোন একসময় যদি ফিরে আসো,,,,
তাহলে দেখাতাম ,,,
তুমি চলে যাওয়া তে কতটা কষ্টে ছিলাম আমি ,,
যদি জানতাম তোমার কষ্টের কারন হব আমি।
তোমার এক ফোটা অস্রুর কারন হব আমি।
তবে সত্যি বলছি কখনোই আসতাম না তোমার জীবনে,
শুধু দুর থেকে ভালোবাসতে যেতাম তোমায়
এগিয়ে গিয়েও পিছিয়ে আসি......
পেরোতে চাই না একা .....
এই পথের নাম পাবে নিজের দাম .....
তুমি একবার দিলে দেখা
জানি না হাঁরিয়ে গেছো কোন দূর অজানায়…
জানি না কি ভূল ছিল আমার ভাবনায়…
তাই পেয়েও হাঁরিয়েছি আজ তোমায়…