Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

"আমার তোমার গল্প"

Googleplus Pint
#1
সে তার ২জন বান্ধুবীর সাথে স্কুলের দিকে যাচ্ছিল। ৩জনের
মধ্যে সেই লাফালাফি করতেসিল বেশি। একদম বাচ্চা দের মত।
স্কুলের একটু কাছে এসে লাফালাফি বন্ধ করে স্কুলে ঢুকে গেল।
৭-৮ মিনিট পর আবার ২ বান্ধুবীর সাথে স্কুল থেকে বের হয়ে
সোজা হেটে মেইন গেইট এর দিকে যাচ্ছিল। মেইন গেইট এর
আগেই একটু মাঠের মত ছিল। সেখানে গিয়ে এইবার ৩ বান্ধুবী
মিলে লাফানো শুরু করলো, সাথে আরো ১-২ জন বান্ধবী
যোগ হল। এগুলা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেসিলাম। আমার ও
স্কুলে ঢুকা লাগলে। তখন বন্ধুদের সাথে স্কুলের সামনে দাঁড়িয়ে
গল্প করতেসিলাম। আমি গল্পে কম ছিলাম। মেয়ে টার দিকেই
বেশি তাকিয়ে ছিলাম। আমি স্কুলে ঢুকে গেলাম বন্ধুদের সাথে।
.
.
খুব সম্ভবত তার পরের দিন অথবা ১-২ দিন পরে।
আমি আর বন্ধু মিলে স্কুলের পরে কলোনি দিয়ে হেটে বাসায়
যাচ্ছি। এমন সময় খেয়াল করলাম ৩-৪ টা মেয়ে কলোনি তে
দাঁড়িয়ে ছবি তুলতেসে আর লাফালাফি করতেসে। কাছ দিয়ে
যাওয়ার সময় খেয়াল করলাম এইটা ঐ মেয়েই। ঐদিন যাকে
লাফালাফি করতে দেখেছি। সে এবং তার বান্ধুবী রা। আমাকে
দেখে চিনেছে মেয়ে টা। কিন্তু আমার নাম টা ভুল উচ্চারণ করে
ডেকেছে তারপর জিজ্ঞেস করলাম কেমন আছে, সেও
বল্লো ভালো এবং তার বান্ধুবী দের সাথে পরিচয় করিয়ে
দিল। তারপর আমি আর আমার বন্ধু চলে আসলাম। মেয়েটাকে
এই ২দিন ই দেখেছি।
.
.
আমরা মূলত ফেসবুকে add ছিলাম। কিন্তু প্রথমে তেমন কথা
হই নি। সে তার প্রোফাইলে শুধু ২টা পিক দিয়ে রেখেছিল, যা
দেখে তাকে বাচ্চা মনে হত। আমাদের প্রথম যে দিন চ্যাট হয়
সে আমাকে বলেছিল সে নাকি ক্লাস ৫ এ পড়ে এবং আমিও
বিলিভ করসিলাম। কারন ছবি তে পিচ্চি লাগে। তারপর কলোনি
তে যেদিন প্রথম দেখলাম সে দিন বুঝতে পেরেছিলাম যে সে
আমাকে বকা বানিয়েছে তারপর নরমালি চ্যাট হত। একদিন দেখা
করার কথা বলেছিলাম ওকে। রেগে গেসিল মেয়ে টা "তোকে
ভালো মনে করসিলাম আমি, এখন বাড়াবাড়ি করতেসিস! দেখা
কেন করা লাগবে......." ইত্যাদি ঝারি দেওয়ার পর আস্তে
আস্তে ঠান্ডা মাথায় শেষে বলে "আসলে আমি তেমন ছেলে
ফ্রেন্ড বানাই না এবং দেখাও করি না, সরি রে"। আমি চুপসিয়ে
গেসিলাম। প্রথম কোনো মেয়ে কে বাইরে দেখা করার জন্য
বললাম.. সে আমাকে মানা করে দিল
কিছুদিন পর সেই হুট করে দেখা করার কথা বল্লো। সে
শুক্রবার দেখা করলে চেয়েছিলাম আর আমি বৃহস্পতিবার।
অত:পর আমার কথা টা রাখলো। কেননা শুক্রবার আমার
বাসায় আব্বু থাকে। আব্বুর সামনে বের হলে আব্বু বকা দিবে
.
.
অতঃপর বৃহস্পতিবার বিকেলে দেখা করার কথা আইডিয়াল
স্কুলের সামনে। সময় মত ২জনি আইডিয়াল স্কুলের সামনে
গেলাম এবং দেখা হলে। পরে রিক্সা নিয়ে রৌনা দিলাম সরমা
হাউজে। রিক্সা আমাদের মাঝে প্রায় ১২ থেকে ১৫ ইঞ্চি জায়গা
ফাকা ছিল, আমরা দূরত্ব রেখেই বসেছিলাম। প্রথম দেখা বলে
কথা। সরমা হাউজে গিয়ে তাকে তার পছন্দ মত অর্ডার দিতে
বললে সে দেয় না, আমাকে অর্ডার দিতে বলে। আমি তাকে বলি
অর্ডার দিতে। শেষমেশ আমিই অর্ডার দিলাম। ২টা সরমা এবং
২টা কোক। অর্ডার দেওয়ার টাইমে সে আমাকে বলে নাই যে
সরমা তার পছন্দ না তারপর এ সে সরমা খেল। আমরা গল্প
করলাম। শেষে ভাবলাম আপন কফি হাউজে গিয়ে কফি খাবো।
সরমা হাউজ থেকে বের হয়ে আপনে যাওয়ার জন্য রিক্সায়
উঠলাম। রিক্সায় গল্প করতে করতে গেলাম এবং খিলগাঁও
রেইলগেট পৌছানোর আগেই দেখি আকাশ কালো হয়ে আসছে
এবং ফোটা কয়েক বৃষ্টিও পড়তেসে। ২জন মিলে ঠিক করলাম
আপনে যাবো না। আপনে গেলে দেরি হয়ে যাবে দুইজনের ই
বাসায় যেতে। তাই রিক্সা পরিবর্তন করে আবার আইডিয়াল
স্কুলের সামনে গেলাম। সেখান থেকে বান্ধুবী নিজের বাসায়
একটা রিক্সা নিল এবং আমি হেটে হেটে আমার বাসায়
আসলাম। আমার বাসা কাছেই ছিল। তারপর আবার আমাদের
চ্যাট শুরু। চলতেসে ত চলতেসে..
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  U4GM - Guide: Understanding the Value of Fallout 76 Items vs. Fallout 76 Caps in the Emberly 0 129 06-11-2025, 03:45 PM
Last Post: Emberly
  MonopolyGoStickers - How to Organize and Track Your Monopoly Go Stickers Collection Emberly 0 232 04-21-2025, 03:46 PM
Last Post: Emberly
  একটি না পাওয়া ভালোবাসার সমাপ্তি Abir 15 7,737 01-31-2025, 06:02 PM
Last Post: atlas77
  [গল্প] একটা গল্প হতে পারত Abir 0 2,161 01-02-2018, 04:39 PM
Last Post: Abir
  [গল্প] তাসনিম লুকিয়ে লুকিয়ে দেখছে ছেলেটাকে Abir 0 2,682 01-02-2018, 04:36 PM
Last Post: Abir
  [গল্প] ছোবল Abir 0 2,262 01-02-2018, 04:34 PM
Last Post: Abir
  অজানা এক অনুভূতি লিখা: ইচ্ছে ঘুড়ি Abir 0 2,306 01-02-2018, 04:33 PM
Last Post: Abir
  লাভ ডায়রি: যে ভালোবাসায় হার মেনে যায় সব দুরত্ব Hasan 0 2,269 08-29-2017, 04:17 PM
Last Post: Hasan
  [Exclusive] ভালোবাসা অমর হয়ে রয় মোঃ আলমামুন আলম আরজু 0 2,342 03-09-2017, 11:09 AM
Last Post: মোঃ আলমামুন আলম আরজু
  গল্পঃ প্রেম নেই Hasan 0 2,799 03-01-2017, 06:48 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)