Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

গল্প: দুষ্টু মেয়ের ভালোবাসা।

Googleplus Pint
#1
গল্প: দুষ্টু মেয়ের ভালোবাসা।
~
লেখা: কাল্পনিক আহম্মেদ ( দুষ্টু
টম)
~
~
আমি সাদিক। আমি একটি
প্রাইভেট কম্পানিতে চাকুরি
করছি। আমাকে প্রতি দিন
মহিলা কলেজের সামনে দিয়ে
অফিসে যেতে হয়। এক দিন
অফিসে যাওয়ার সময় মহিলা
কলেজের সামনে একটি মেয়ের
সাথে ধাক্কা লাগে। তখন
মেয়েটি বলল
- এই যে মিষ্টার দেখে চলতে
পারেন না। সাথে কি চোখ
নাই? ( মেয়ে)
-কেনো আপনার সাথে চোখ
নেই।আপনি দেখে চলতে পারেন
না।
(আমি)
- ওই মিষ্টার আপনার সাহস তো কম
না ধাক্কা মেরে সরি না বলে
উল্টা বড় বড় কথা বলছেন।( মেয়ে)
- আপনি সাহসের কি দেখেছেন?
মেয়ে বলে কিন্তু কিছু বলছি না।
(আমি)
-একটু অপেক্ষা করেন লোক
ডেকে মজা দেখাচ্ছি।(মেয়ে)
- লোক ডেকে কি করবেন? ( আমি)
-আপনাকে জামাই আদর করবো.
(মেয়ে)
- কেনো আপনার বাবা কি
আমার শশুড় হয় যে জামাই আদর
করবেন।(আমি)
- দাড়ান দেখাচ্ছি মজা।(মেয়ে)
- প্লিজ কাওকে ডাকবেন না
( আমি)
- ওকে কাওকে ডাকবো না তবে
একটা কাজ করে দিতে হবে।
(মেয়ে)
- কি করতে হবে।( আমি)
-একটা ছেলে আমাকে বিরক্ত
করে।আপনি ওই ছেলেকে বলবেন
আমি আপনার gf.
- আমি পারবো না।( আমি)
- যদি না বলেন তাহলে
আপনাকে জামাই আদর করবো।
(মেেয়)
-পড়ে গেছি দুষ্ট মেয়ের পালায়
পাবলিকের মার খেতে না
চাইলে কথা তো শুনতে হবেই।
গেলাম লোকটার কাছে
এই যে ভাইয়া আপনি যাকে
বিরক্ত করেন সে আমার gf.
কথাটি বলতেই ছেলেটি আমার
দিকে তাকাই। আমি তো অবাক
এই তো আমার অফিসের বস।
এই মেয়ে তোমার gf আমি
জানতাম না। সরি বলে বস চলে
গেলো।
~
আমি মেয়ে টিকে বললাম আপনি
যে ছেলের কথা বললেন সে
আমার অফিসের বস। আল্লাহ
জানে আপনার জন্য আমার চাকুরী
কাল থাকে কিনা।
মেয়েটি বলল তো আমি কি
করবো।
আমি বললাম যদি চাকুরী যায়
তাহলে আপনার খবর আছে।
~
পরের দিন গেলাম অফিসে।
অফিসের সবাই আমার দিকে
অবাক দৃষ্টিতে চেয়ে আছে।
কিছু বুঝতে পারছি কি হয়েছে।
একটু পর এক জন এসে বলল সাদিক
সাহেব বিয়ের দাওয়াত কবে
পাচ্ছি। বস আমাদের সব বলেছে।
আজ দুপুরে সবাই কে খাওয়াতে
হবে। কি আর করার সবাই কে
খাওয়াতে হল। আমার দুই হাজার
টাকা খরচ হলো।
~
পরের দিন গেলাম কলেজের
সামনে মেয়েটি কে খুজতে। একটু
পরে মেয়েটি কলেজ থেকে
বের হলো
-এই যে শুনুন, আপনার জন্য আমার
২০০০ টাকা খরচ হয়েছে ( আমি)
- তো আমি কি করবো।(মেয়ে)
- আমাকে আপনার
ভালোবাসতে হবে। ( আমি)
- পাগল নাকি বলে মেয়েটি
চলে গেলো।
~
তারপর থেকে প্রতিদিন
মেয়েটিকে দেখার জন্য
কলেজের সামনে দিয়ে আসতাম।
কিছু দিন পর আমার জ্বর হওয়াতে
তিন দিন অফিসে যেতে
পারলাম না। আমি একটি বাসায়
ভাড়া থাকতাম। এক দিন
বিকালে কে যেনো দরজাতে
নক করছে আমি দরজা খুলে দেখি
সেই মেয়ে ।
- আরে আপনি আমার বাসা
চিনলেন কি করে? ( আমি)
- কেনো আপনি আমাকে
প্রতিদিন দেখতে যেতে
পারেন। আর আমি আপনার জন্য এই
টুকু খোজ খবর নিতে পারবো না।
কি করেন আর কোথায় থাকেন।
(মেয়ে)
- ওরে দুষ্টু মেয়ে তলে তলে এতো
দুর।
- হয়েছে হয়েছে। মুখ দেখে তো
মনে হয় না সারাদিন কিছু
খেয়েছেন।আমি আপনার জন্য
রান্না করে এনেছি। নিজ হাতে
খাওয়াবো। (মেয়ে)
- তাহলে আগে বলো
ভালোবাসো।(আমি)
-হুম অনেক ভালোবাসি।( মেয়ে)
হুম আমি ও এই দুষ্টু মেয়েকে অনেক
ভালোবাসি। এই দুষ্টু মেয়েটির
নাম
সিফা।
...................... সমাপ্তি...
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  একটি না পাওয়া ভালোবাসার সমাপ্তি Abir 15 5,786 Yesterday, 06:02 PM
Last Post: atlas77
  [গল্প] একটা গল্প হতে পারত Abir 0 1,969 01-02-2018, 04:39 PM
Last Post: Abir
  [গল্প] তাসনিম লুকিয়ে লুকিয়ে দেখছে ছেলেটাকে Abir 0 2,471 01-02-2018, 04:36 PM
Last Post: Abir
  [গল্প] ছোবল Abir 0 2,055 01-02-2018, 04:34 PM
Last Post: Abir
  অজানা এক অনুভূতি লিখা: ইচ্ছে ঘুড়ি Abir 0 2,098 01-02-2018, 04:33 PM
Last Post: Abir
  লাভ ডায়রি: যে ভালোবাসায় হার মেনে যায় সব দুরত্ব Hasan 0 2,051 08-29-2017, 04:17 PM
Last Post: Hasan
  [Exclusive] ভালোবাসা অমর হয়ে রয় মোঃ আলমামুন আলম আরজু 0 2,145 03-09-2017, 11:09 AM
Last Post: মোঃ আলমামুন আলম আরজু
  গল্পঃ প্রেম নেই Hasan 0 2,598 03-01-2017, 06:48 PM
Last Post: Hasan
  গল্প: আমি নিষ্ঠুর, আমি পাষণ্ড Hasan 0 2,217 02-22-2017, 11:24 AM
Last Post: Hasan
  ভাল লাগায় মোড়ানো ভালবাসা Hasan 0 2,781 02-22-2017, 11:23 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)