02-04-2017, 11:07 PM
কিছু কষ্টো আছে জমা এইনা মনের ঘরে ,
কিছুটা জল চোখটা বেয়ে অঝোর ধারায় ঝড়ে ।
চোখটা মুছে হঠাত আবার মিথ্যেকরে হাসি ,
হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসি ?
কিছুটা জল চোখটা বেয়ে অঝোর ধারায় ঝড়ে ।
চোখটা মুছে হঠাত আবার মিথ্যেকরে হাসি ,
হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসি ?
Hasan