মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
তুমি যেই আকাশের তারা সেই আকাশ আমি,
কি করে ভাবলি বন্ধু তকে ভুলে যাবো আমি,
তুমি আমায় ছেড়ে গেলেও আমিতো যাইনি,
বিনা দুষে কেন কাদালে আমায় সেটা আজো বুঝিনি।
তোমার শহরের কোথাও আমি নেই
অথচ আমার পুরো শহরটাই তুমি,,
তুমি আমার ব্যস্ততা
আর আমি তোমার অবসর।
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুজি
আড়ালে আড়ালে কোথায় হারালে
ফিরে তুমি আর আসবে না বুঝি....
তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে
মনতো দিলেনা,
ভালোবাসার নামে তুমি
করলে ছলনা,
কত ভালোবাসি তোমায়
সে তো বুঝলেনা,
আমার মনের মানুষ বন্ধু
তুমি হইলা না।
বুঝিনি এতটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে ...
বুঝতে দাওনি কেনো আমাকে
সাজিয়েছ যা হৃদয়ে
ছায়া হয়ে ছিলে পাশে
বল কি করে চলে গেলে আমাকে রেখে...
সময় জুড়ে শুধু শুন্যতা
নীরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি হারাবো
কখানো তোমায় এভাবে
শুনেছি আমি তুমি ভালোই আছো
ভুলে গেছো আমায় আবার উড়তে শিখেছো
শুনেছি আমি জীবন নাকি থেমে থাকে না
তবু কেন আমি তোমায় ভুলতে পারিনা
বল তুমি ছাড়া আর কে আছে আমার সব গানে
আমি চেতন মনে, আর কতো দিন আমায় কাঁদাবে?