02-20-2017, 10:41 AM
পরামর্শ: খুব সহজ কথায় বলি, কেমন? আপনার সাথে যা হয়েছে তাতে ভাগ্যের কোন দোষ নেই, বেশীরভাগ দোষ আপনার নিজেরই! আপনি নিজেই বারবার ভুল মানুষকে বেছে নিয়েছেন। আপনি এমন এক হিন্দি সিনেমা টাইপ ফ্যান্টাসির জগতে বাস করছেন ও সেটার আলোকে জীবন যাপনের চেষ্টা করছেন যে এটা তো একেবারে অভিয়াস... যা হয়েছে, সেগুলোই হবার ছিল। "ভালোবেসে খারাপকে ভালো করে নিব"- এটা হিন্দি সিনেমার ফ্যান্টাসি ছাড়া আর কী? হিন্দি সিনেমায় নায়কেরা বখাটে থাকে, নায়িকাকে পেয়ে শুধরে যায়। বাস্তবে সেটা হয় না। কোনদিনই না। একজন মানুষ কখনো আরেকজনকে পরিবর্তিত করতে পারে না, যদি না মানুষটি নিজে পরিবর্তিত হতে চায়। একজন মানুষ সম্পর্কে বিস্তারিত না জেনে বুঝে কি চট করে প্রেম করে ফেলা যায়? ভালবাসা কি আদতেই এত সহজ যে আজ একজন আর কাল আরেকজনের সাথে হয়ে গেলো?
আমি আপনাকে মোটেও বকা দিচ্ছি না, আপু। ইচ্ছা করেই কথাগুলো সোজা করে বলছি যেন আপনি বুঝতে পারেন। এখন বড় হয়েছেন, এভাবে একের পর এক ভুল সম্পর্কে জড়ানোর পরিণতি আপনার জন্য ভয়াবহ প্রমানিত হতে পারে। এবং আমি চাইনা সেই ভয়াবহ সময়টি আপনার জীবনে আসুক। যদিও অনেক কিছুই হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে হয় এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব।
দেখুন, যে ছেলেটির সাথে আপনার এখন সম্পর্ক আছে, সেও একটি ফ্রড। শুধু ফ্রড নয়, আমার ধারণা সে বিবাহিত এবং কেবলই আপনার সাথে টাইম পাস করছে। এমনও হতে পারে যে সে কোন ছেলেই নয়, বয়স্ক লোক। কেউ কাউকে সত্যিকারের ভালবাসলে অতি অবশ্যই বিয়ে করতে চাইবে। বিয়ে না করে গোপনে আজীবন সম্পর্ক রাখা বলতে আসলে কিছু নেই। সেটা কেবলই টাইম পাস। এবং এই ধরণের ফ্রড এখন ফেসবুকে, বাস্তব জীবনে অহরহ আছে। ভুলটা আপনারই হয়েছে যে আপনি ফেসবুকের একজন অজানা মানুষকে সুযোগ দিয়েছেন আপনার সাথে সম্পর্ক করার! প্রেম করাটা কি এতই জরুরী আপু যে যার-তার সাথেই করতে হবে? কেউ কথা বলতে চাইলেই কথা বলতে হবে, প্রেম করতে চাইলেই হ্যাঁ বলতে হবে... আপনার নিজের কি কোন ব্যক্তিত্ব নেই?
দেখুন, একটা মানুষের অবলম্বন কখনোই আরেকটি মানুষ নয়। প্রেমিক বা স্বামী কখনোই আপনার জীবনের অবলম্বন হবে না। সেই ভুল ধারণা মনে পুষে রাখলে আজীবন কিন্তু এভাবেই কেটে যাবে। আপনার জীবনের অবলম্বন আপনি নিজে, আপনার পরিবার ও আপনার ক্যারিয়ার। জীবনে সফল হলে কত ভালো ভালো ছেলেরা ভালোবাসার আহবান নিয়ে আসবে। কিন্তু এমন ব্যর্থ অবস্থায় ধুঁকে ধুঁকে জীবন কাটালে আসলে কাউকেই পাবেন না, সবসময়েই ফ্রড মানুষের পাল্লায় পড়বেন যাদের আপনাকে নিয়ে কোন ফিউচার প্ল্যান নেই। আপনি কি ভেঙে পড়া, বিধ্বস্ত কোন দোকান থেকে শপিং করতে আগ্রহী হবেন? হবেন না। তেমনই, একজন ভেঙে পড়া বিধ্বস্ত মানুষের সাথেও কেউ সম্পর্ক করতে আগ্রহী হয় না। এটাই চিন্তা করে যে ওর সাথে সম্পর্ক করে আমি কী পাব? তাছাড়া এমনই একের পর একটা খারাপ সম্পর্কে যদি জড়াতে থাকেন, তাহলে একজন সত্যিকারের ভালমানুষের দেখা কোনদিন পাবেন না। পেলেও তার কাছে যাবার কোন উপায় থাকবে না। কারণ নিজের জীবনের পঙ্কিলতার মাঝে আপনি ডুবে থাকবেন।
একজন মানুষ আসবে, আপনার জীবনের সবকিছু ঠিক করে দেবে... এইসব ভুল ধারণা বাদ দিন। বর্তমান প্রেমিককে এক বাক্যে ত্যাগ করুন। নিজের জীবন নিজে গড়ে নিন। লেখাপড়ায় মন দিন, ক্যারিয়ার গড়ুন। বাবা বিয়ে দিতে চাইলেই তো আর বিয়ে হবে না। ক্যারিয়ারে সফল হবার পর দেখেশুনে না হয় বিয়ে করবেন যোগ্য কাউকে। অসহায় দুঃখিনী রাজকন্যার রোল প্লে বাদ দিয়ে একজন সফল ও আত্মবিশ্বাসী নারীর ভুমিকায় নিজেকে গড়ে নিন। দেখবেন যে সব সমস্যা দুর হয়ে যাচ্ছে জীবনের। আর একা একা সেটা না পারলে কোন ভালো কাউন্সিলারের সহায়তা নিন। আমি আবারও বলছি আপু, জীবনে যখন সফলতার মুখ দেখবেন, আস্তে আস্তে আপনার সম্পর্কগুলোও সফল হতে শুরু করবে। পৃথিবীতে সবাই একজন সুখী মানুষের সংস্পর্শ চায়, দুঃখী মানুষের সঙ্গী হতে কেউ চায় না।
শুভকামনা।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
কথ্যাসাহিত্যিক
আমি আপনাকে মোটেও বকা দিচ্ছি না, আপু। ইচ্ছা করেই কথাগুলো সোজা করে বলছি যেন আপনি বুঝতে পারেন। এখন বড় হয়েছেন, এভাবে একের পর এক ভুল সম্পর্কে জড়ানোর পরিণতি আপনার জন্য ভয়াবহ প্রমানিত হতে পারে। এবং আমি চাইনা সেই ভয়াবহ সময়টি আপনার জীবনে আসুক। যদিও অনেক কিছুই হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে হয় এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব।
দেখুন, যে ছেলেটির সাথে আপনার এখন সম্পর্ক আছে, সেও একটি ফ্রড। শুধু ফ্রড নয়, আমার ধারণা সে বিবাহিত এবং কেবলই আপনার সাথে টাইম পাস করছে। এমনও হতে পারে যে সে কোন ছেলেই নয়, বয়স্ক লোক। কেউ কাউকে সত্যিকারের ভালবাসলে অতি অবশ্যই বিয়ে করতে চাইবে। বিয়ে না করে গোপনে আজীবন সম্পর্ক রাখা বলতে আসলে কিছু নেই। সেটা কেবলই টাইম পাস। এবং এই ধরণের ফ্রড এখন ফেসবুকে, বাস্তব জীবনে অহরহ আছে। ভুলটা আপনারই হয়েছে যে আপনি ফেসবুকের একজন অজানা মানুষকে সুযোগ দিয়েছেন আপনার সাথে সম্পর্ক করার! প্রেম করাটা কি এতই জরুরী আপু যে যার-তার সাথেই করতে হবে? কেউ কথা বলতে চাইলেই কথা বলতে হবে, প্রেম করতে চাইলেই হ্যাঁ বলতে হবে... আপনার নিজের কি কোন ব্যক্তিত্ব নেই?
দেখুন, একটা মানুষের অবলম্বন কখনোই আরেকটি মানুষ নয়। প্রেমিক বা স্বামী কখনোই আপনার জীবনের অবলম্বন হবে না। সেই ভুল ধারণা মনে পুষে রাখলে আজীবন কিন্তু এভাবেই কেটে যাবে। আপনার জীবনের অবলম্বন আপনি নিজে, আপনার পরিবার ও আপনার ক্যারিয়ার। জীবনে সফল হলে কত ভালো ভালো ছেলেরা ভালোবাসার আহবান নিয়ে আসবে। কিন্তু এমন ব্যর্থ অবস্থায় ধুঁকে ধুঁকে জীবন কাটালে আসলে কাউকেই পাবেন না, সবসময়েই ফ্রড মানুষের পাল্লায় পড়বেন যাদের আপনাকে নিয়ে কোন ফিউচার প্ল্যান নেই। আপনি কি ভেঙে পড়া, বিধ্বস্ত কোন দোকান থেকে শপিং করতে আগ্রহী হবেন? হবেন না। তেমনই, একজন ভেঙে পড়া বিধ্বস্ত মানুষের সাথেও কেউ সম্পর্ক করতে আগ্রহী হয় না। এটাই চিন্তা করে যে ওর সাথে সম্পর্ক করে আমি কী পাব? তাছাড়া এমনই একের পর একটা খারাপ সম্পর্কে যদি জড়াতে থাকেন, তাহলে একজন সত্যিকারের ভালমানুষের দেখা কোনদিন পাবেন না। পেলেও তার কাছে যাবার কোন উপায় থাকবে না। কারণ নিজের জীবনের পঙ্কিলতার মাঝে আপনি ডুবে থাকবেন।
একজন মানুষ আসবে, আপনার জীবনের সবকিছু ঠিক করে দেবে... এইসব ভুল ধারণা বাদ দিন। বর্তমান প্রেমিককে এক বাক্যে ত্যাগ করুন। নিজের জীবন নিজে গড়ে নিন। লেখাপড়ায় মন দিন, ক্যারিয়ার গড়ুন। বাবা বিয়ে দিতে চাইলেই তো আর বিয়ে হবে না। ক্যারিয়ারে সফল হবার পর দেখেশুনে না হয় বিয়ে করবেন যোগ্য কাউকে। অসহায় দুঃখিনী রাজকন্যার রোল প্লে বাদ দিয়ে একজন সফল ও আত্মবিশ্বাসী নারীর ভুমিকায় নিজেকে গড়ে নিন। দেখবেন যে সব সমস্যা দুর হয়ে যাচ্ছে জীবনের। আর একা একা সেটা না পারলে কোন ভালো কাউন্সিলারের সহায়তা নিন। আমি আবারও বলছি আপু, জীবনে যখন সফলতার মুখ দেখবেন, আস্তে আস্তে আপনার সম্পর্কগুলোও সফল হতে শুরু করবে। পৃথিবীতে সবাই একজন সুখী মানুষের সংস্পর্শ চায়, দুঃখী মানুষের সঙ্গী হতে কেউ চায় না।
শুভকামনা।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
কথ্যাসাহিত্যিক
Hasan