01-14-2017, 11:59 PM
আই হেইট লাভ বলে প্রতিনয়ত ভালোবাসাকে
অস্বীকার করা মেয়েটার ঘৃণার পেছনে
সাংবিধানিক কিছু কারণ আছে। কারণে অকারণে
পাগলের মত বক বক করা ছেলেটারও বলার মত একটা
গল্প আছে। তার জীবনের লিভিং রুমটাও একসময়
সাজানো গোছানো ছিল।
টিএসসিতে বসে সিগারেটে ঝর তোলা ছন্নছাড়া
ছেলেটার হৃদয়ের ফুসফুস আগেই জ্বালিয়ে পুড়িয়ে
খাক করে দিয়েছে কেউ। চোখের পানিতে কাজল
জমান মেয়েটাও একদিন আলমারি থেকে নীল
শাড়িটা নামিয়ে যত্ন করে কুচি দিত।
পরীক্ষায় ফেল করা একদা ভাল ছাত্র ছেলেটার
জীবনের বইতে লাভের জায়গাটা পুর্ন থাকত একদিন,
আজ তার মূলধনই নেই।ভালোবাসায় সর্বস্ব বিলিয়ে
পৃথিবির কাছে বেশ্যা উপাধি পাওয়া মেয়েটার
ভালোবাসার গভীরতা মেপেছে কি কেউ?
একটা ডাস্টবিন থাকে , সেই ডাস্টবিনের সামনে
প্রোটেক্টিভ ওয়াল দিয়ে উপরে একটা বড় হাসি
ঝুলায় কেউ কেউ। কষ্টটুকু দুর্গন্ধ টুকু নিজে ধারণ করে
পৃথিবীকে হাসিতে ভাসায় কেউ কেউ। কথা শুনি
আচরণ দেখি অ্যাড্রিনালিন রাশ হয় বিচার করি রায়
জানিয়ে দেই। ভেতর টুকু দেখিনা। সবারই বলার মত
একটা গল্প থাকে, কেউ বলে কেউ বলেনা, বলুক
কিংবা না বলুক, কস্টটা তাতে একটুও কমেনা।
মূল লেখক খুজে পাওয়া যাই নাই
অস্বীকার করা মেয়েটার ঘৃণার পেছনে
সাংবিধানিক কিছু কারণ আছে। কারণে অকারণে
পাগলের মত বক বক করা ছেলেটারও বলার মত একটা
গল্প আছে। তার জীবনের লিভিং রুমটাও একসময়
সাজানো গোছানো ছিল।
টিএসসিতে বসে সিগারেটে ঝর তোলা ছন্নছাড়া
ছেলেটার হৃদয়ের ফুসফুস আগেই জ্বালিয়ে পুড়িয়ে
খাক করে দিয়েছে কেউ। চোখের পানিতে কাজল
জমান মেয়েটাও একদিন আলমারি থেকে নীল
শাড়িটা নামিয়ে যত্ন করে কুচি দিত।
পরীক্ষায় ফেল করা একদা ভাল ছাত্র ছেলেটার
জীবনের বইতে লাভের জায়গাটা পুর্ন থাকত একদিন,
আজ তার মূলধনই নেই।ভালোবাসায় সর্বস্ব বিলিয়ে
পৃথিবির কাছে বেশ্যা উপাধি পাওয়া মেয়েটার
ভালোবাসার গভীরতা মেপেছে কি কেউ?
একটা ডাস্টবিন থাকে , সেই ডাস্টবিনের সামনে
প্রোটেক্টিভ ওয়াল দিয়ে উপরে একটা বড় হাসি
ঝুলায় কেউ কেউ। কষ্টটুকু দুর্গন্ধ টুকু নিজে ধারণ করে
পৃথিবীকে হাসিতে ভাসায় কেউ কেউ। কথা শুনি
আচরণ দেখি অ্যাড্রিনালিন রাশ হয় বিচার করি রায়
জানিয়ে দেই। ভেতর টুকু দেখিনা। সবারই বলার মত
একটা গল্প থাকে, কেউ বলে কেউ বলেনা, বলুক
কিংবা না বলুক, কস্টটা তাতে একটুও কমেনা।
মূল লেখক খুজে পাওয়া যাই নাই
Hasan