The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$thread_modes - Line: 49 - File: showthread.php(1621) : eval()'d code PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/showthread.php(1621) : eval()'d code 49 errorHandler->error_callback
/showthread.php 1621 eval
Warning [2] Undefined variable $fburl - Line: 58 - File: showthread.php(1621) : eval()'d code PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/showthread.php(1621) : eval()'d code 58 errorHandler->error_callback
/showthread.php 1621 eval
Warning [2] Undefined variable $fburl - Line: 58 - File: showthread.php(1621) : eval()'d code PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/showthread.php(1621) : eval()'d code 58 errorHandler->error_callback
/showthread.php 1621 eval
Warning [2] Undefined variable $fburl - Line: 58 - File: showthread.php(1621) : eval()'d code PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/showthread.php(1621) : eval()'d code 58 errorHandler->error_callback
/showthread.php 1621 eval
Warning [2] Undefined variable $fburl - Line: 58 - File: showthread.php(1621) : eval()'d code PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/showthread.php(1621) : eval()'d code 58 errorHandler->error_callback
/showthread.php 1621 eval




Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

গল্প=মোবাইল

Googleplus Pint
#1
গল্প=মোবাইল
__________________
বোন= আম্মু পাশের বাসার আপু কি সুন্দর একটা মোবাইল কিনছেন।
আমাকে ওইরকম মোবাইল কিনে দিতে হবে বলে দিলাম।
*
*
মা= তোর বাবা কি আমেরিকা থাকে যে তোকে ওইরকম মোবাইল কিনে দিতে হবে।
আইছে কোথায় থেকে মোবাইল আবদার করতে। এমনি রাতে কি রান্না করমু মাথায় আইতাছে না।
আর তাইকে মোবাইল কিনে দিতে হবে।
যা এখান থেকে।
*
*
বোন= হে আমি যামু হই তো।আমাকে কোনো কিছু কোন দিন আমার চাওয়া মতো কিনে দিছ বলতে পারবা মা।
*
*
মা= তাইলে শুনি কে তোমাকে এতো কিছু কিনে দেয়।এতো কাপড়, এতো সাজবার জিনিস, কলেজের পড়ার খরছ কে দেয়।
হে কে দেয়।
*
*
বোন=আমাকে ওইরকম মোবাইল কিনে না দিলে আমি আর কলেজ যামু না।
বলে দিলাম মা।
*
*
মা= ওই তুই আমাকে এসে বলিস কেন।
তোর বাবাকে গিয়ে বল।
আমার কাছে মোবাইল চাইবে না।
*
*
বোন= আব্বুকে তুমি বলিও।
মা= আমি পারব না।
<>
<>
<>
<>
আব্বু= কোথায় তোরা রে খেতে আয়।
দেখ আমি কি এনেছি।
তামিম বাবা তুই কোথায়?
মুমু (বোন) তুই কোথায় দেখে যা কি এনেছি আমি তোদের জন্য।
*
*
আম্মু= ও গো তামিম তো বাসায় আসে নি এখনও।
আর মুমু দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে।
*
*
আব্বু= এখন কিসের ঘুম।
মাএ ৯ টা বাজে।
*
*
আম্মু= আমি কি জানি তোমার মেয়েকে জিজ্ঞাস কর গিয়ে।
আদরের মেয়ে একটা হয়েছে।
কালি আবদার আর আবদার।
মোবাইল কিনে দিতে হবে তোমার মেয়েকে।
*
*
আব্বু= কেন মুমুর মোবাইল নেই।
*
*
আম্মু= আছে তো।
ঢং আর ঢং।
*
*
আব্বু= কোন মোবাইল কিনে দিতে পারব না।
বলে দিও তোমার মেয়েকে।
<>
<>
<>
<>
তামিম= ও আম্মু তুমি কোথায়।
খেতে দেও।
খিদা লাগছে তো।
*
*
আম্মু= বাবা তুই কোথায় ছিলে সারাদিন।
*
*
তামিম= এক বন্ধুর বাসায় গিয়েছিলাম।
কেন মা?
*
*
আম্মু= আরে বাবা তোর আদরের বোন সারাদিন দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে।
কিছুই খাওয়া দাওয়া করে নি।
*
*
তামিম= কি বল মা এসব।
কেন?
*
*
আম্মু= তাকে মোবাইল কিনে দিতে হবে।
*
*
তামিম=আচ্ছা আম্মু আমি দেখতাছি।
<>
<>
<>
<>
তামিম=মুমু আপু এই মুমু আপু দরজা টা খুলেন তো। (আদর করে ডাকলাম)
*
*
মুমু= আমি পারব না।
(কেঁদে কেঁদে)
*
*
তামিম= কেন?
কি হয়েছে?
আর দরজা টা খুল।
*
*
মুমু= আম্মুও আব্বুও আমাকে আদর করেন না।
আমাকে কিছু কিনে দেন না।
আমি দরজা খুলব না।
*
*
তামিম= আচ্ছা বাবা কি হয়েছে?
তা তো দরজা খুলে আমাকে বলবি।
*
*
মুমু= ভাইয়া পাশের বাসার আপু কি সুন্দর মোবাইল ফোন কিনছেন আমাকে ওইরকম মোবাইল কিনে দিতে হবে। (দরজা খুলে এসে)
*
*
তামিম=আচ্ছা ঠিক আছে আমি কিনে দিমু।
তুই এবার খেতে চল।
*
*
মুমু= দিবে তো।
*
*
তামিম= হা দিমু।
এবার খেতে চল।
<>
<>
<>
<>
৭ দিন পর
মুমু=এই বাড়িতে আমার কেউ আপন নয়।
আমাকে কেউ আদর করে না।আমার কি লাগে না লাগে কেউ খোঁজখবর রাখে না।
(কেঁদে কেঁদে)
*
*
আম্মু= কি রে কাঁদিস কেন?
কেউ কিছু বলছে?
*
*
মুমু= তুমি আমার সাথে কথা বলবে না
। তোমরা আমার কেউ না।
*
*
তামিম ও বাবা একসাথে = তাইলে আমরা কে রে তোর?
*
*
মুমু=.............(কোন শব্দ না করে চোখের পানি মুছে)
আব্বু = তামিমের মা তামিমের জন্য নতুন একটা নতুন মোবাইল কিনে এনেছি।
দেখতো সুন্দর কিনা?
*
*
আম্মু= আরে খুব সুন্দর তো।
*
*
মুমু= ব্যাএএএ ব্যাএএএ।
আমি এই বাড়ির কেউ না। আমাকে কেউ কিছু কিনে এনে দেয় না।
*
*
তামিম= আরে পাগলি এই টা তোর মোবাইল।
নে তোর মোবাইল।
*
*
মুমু= সত্যি ভাইয়া।
*
*
আব্বু ও আম্মু= হা রে মা তোর মোবাইল।
তুই ওই তো আমাদের সব।
*
*
তামিম=খুশিতো এবার।
*
*
মুমু=হুম।
লেখক ও আইডি= গল্পের লেখক তামিম আহমেদ

Hello World!:

- tes
- Hello Friends . Welcome Back
Hasan
Reply


Messages In This Thread
গল্প=মোবাইল - by Hasan - 02-22-2017, 12:17 AM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [গল্প] পাগলা হিমুর কাহিনি Hasan 0 1,435 01-02-2018, 01:14 PM
Last Post: Hasan
  র্যাগিং শিক্ষনীয় গল্প Hasan 0 2,556 02-22-2017, 12:17 AM
Last Post: Hasan
  মানসিকতার পরিবর্তন নিয়ে আসা জরুরি Hasan 0 1,428 02-22-2017, 12:16 AM
Last Post: Hasan
  চিৎকার Hasan 0 1,407 02-22-2017, 12:16 AM
Last Post: Hasan
  গল্পঃ আজ বসন্ত Hasan 0 1,584 02-22-2017, 12:15 AM
Last Post: Hasan
  অসাধারণ শিক্ষনীয় গল্প : -------------------------------- জানা-শোনা= অশান্তি! Maghanath Das 0 4,871 02-21-2017, 09:45 AM
Last Post: Maghanath Das
  বন্ধুত্ব ও ভালবাসা Maghanath Das 0 1,611 02-21-2017, 09:44 AM
Last Post: Maghanath Das
  ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে! Maghanath Das 0 1,844 02-21-2017, 09:42 AM
Last Post: Maghanath Das
  এক দ্বীনদার বউ আর এক আধুনিকা বউয়ের কাহিনী। Maghanath Das 0 1,748 02-21-2017, 09:40 AM
Last Post: Maghanath Das
  গল্প থেকে শিক্ষা: শিকারি ও বুদ্ধিমান পাখি Maghanath Das 0 1,598 02-21-2017, 09:39 AM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)