যে বন্ধু সুদিনে ভাগ বসায়,,
আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়,,
সেই তোমার সবচেয়ে বড় শত্রু..!
বন্ধু... কথাটি খুব ছোট্ট হলেও গভীরতা আকাশ সমান বিশাল । জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নই । চলার পথের বন্ধুর রাস্তা গুলো বন্ধু বিনে চলা প্রায় অসম্ভব। তাই শুধু বন্ধু হলেই পুরন হলেই হবেনা বন্ধুত্বের পুর্ন দাবী, হতে হবে বন্ধুর মতো বন্ধু। কথায় আছে Friends Never Die. বন্ধু কখনো মরেনা।
তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না,
তুমি এটা উপার্জন করে নাও।
কেউ যদি সাহায্যের জন্য আসে,
তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো খঁাটি বন্ধুত্ব,
যদি বন্ধু ভালো হয়- তাহলে সেখানে,
অশ্রুর কোনো ঠাই নেই।।
""ভালবাসা তৈরী হয় ভাললাগা থেকে,
""স্বপ্ন তৈরী হয়, কল্পনা থেকে "
"অনুভব তৈরী হয় অনুভূতি থেকে, "
"আর বন্ধুত্ব তৈরী হয় মনের গভীর থেকে।
ভালো একজন বন্ধু যতোই ভুল করুক ,
তাকে কখন্ও ভুলে যেও না।
কারন, পানি যতোই ময়লা হোক,
আগুন নিভাতে সেই পানিই
সবচেয়ে বেশি কাজে লাগে।
নদীর পারে আমি একা.., নদী চলে আঁকা বাঁকা...
আমি বন্ব্দু বড়ো একা..., এখন ভাবছি তোমার কথা...
তোমার সাথে আমার কিগো.., কখনো হবেনা দেখা ?
আকাশ দেখেছি,, নদী দেখেছি,, দেখেছি অনেক তারা..
দেখেনি আজ ও ফেসবুকে আমার আসল বন্ধু কারা...!!
হয়তো সময় যাবে থেমে,
হয়তো সুর্য যাবে ডুবে,
হয়তো কেউ রবে না পাশে,
ভয় পেয় না তুমি হবেনা একা,
হাত বাড়ালেই পাবে তুমি
তোমার বন্ধুর দেখা।
দিন যদি হারিয়ে যায়, দিগন্তের কাছে।
ফুল যদি ঝরে যায়, বেলার শেষে।
রাত যদি হারিয়ে যায়, তারার দেশে,
জেনে রেখো, আমি বন্ধু থেকে যাবো তোমার পাশে।