Forums.Likebd.Com

Full Version: প্রিয় বন্ধু এসএমএস
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
Pages: 1 2 3 4 5
উত্তম বন্ধুর পরিচয়ঃ
১. যখন সাক্ষাৎ হয় তখন সে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।
২. তার পাশে বসলে ঈমান বৃদ্ধি পায়।
৩. তার সাথে কথা বললে নিজের জ্ঞান বৃদ্ধি পায়।
৪. তার কাজ- কর্ম দেখলে আখিরাতের কথা স্মরণ হয়।
বন্ধু তুই কোথায় গেলি" আমাকে না বলে"
আমি আজ চেয়ে আছি তোর পথের পানে"
জানি তুই আসবি ফিরে" একদিন হঠাৎ করে"
সে দিন ও দেখবি বন্ধু আমি যাই নিই তোকে ভুলে"
আমি সেই বৃষ্টি চাইনা, যে বৃষ্টিতে বন্যা হয়,
আমি সেই আকাশ চাইনা,
যে আকাশ মেঘলা হয়,
আমি এমন বন্ধু চাইনা যে
নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে যাবে
আমি মুছে দিবো তোর চোখের জল,
বন্ধু ভেভে সব কিছু আমায় খুলে বল।
সুখ দুঃখের সাথী হয়ে রব তোর সাথে,
এইটুকু বিশ্বাস থাকলে হাত রাখ হাতে।
মানুষের জীবনে এমন কিছু সময় আসে
যখন নিজেকে অসহায় মনে হয়,,
তখন নিঃস্বাথ্র্ ভাবে যে পাশে দাড়ায়
সে হল সত্যিকারের _"বন্ধু"_
আমি মেঘের মতো চেয়ে থাকি, চাঁদের মতো হাসি,
তারার মতো জ্বলে থাকি, বৃস্টির মতো কাঁদি,
দূর থেকে বন্ধু আমি শুধু তোমার কথা ভাবি।
বন্ধু তোকে কাছে না পাওয়ার যন্ত্রনা যে কি,
তোর হলে তুই বুজতিস, তোকে দোষ দিবনা,
দোষ আমারি, আমি তোকে আমার ভালোবাসা দিয়ে
আগলে রাখতে পারিনি , তাই ছুটে চলিস বহুদূরে....
ব্ন্ধু মানে জোসনা ভেজা গলপো বলা রাত..
বন্ধু মানে ভালোবাসার শিক্ত দুটি হাত..
বন্ধু মানে মনের যত গোপন কথা বলা..
বন্ধু মানে তোমার সাথে সারা জীবন চলা...
আমি ১টা দিন চাই আলয় আলয় ভরা।
আমি ১টা রাত চাই, অন্ধকার ছারা।
আমি ১টা ফুল চাই, সুন্দর সুবাস ভরা।
আর ১টা ভাল বন্ধু চাই সবার চেয়ে সেরা…
সবাই আমার বুন্ধু নয়।
আবার, আমার বুন্ধু সবার মত নয়।
সে আমার কথা মনে রাখে শত কাজের ভিরে।
ফ্রী হলে ডাকি ও আমায়, আছি আমি তুমার দুয়ারে..
Pages: 1 2 3 4 5