Forums.Likebd.Com

Full Version: প্রিয় বন্ধু এসএমএস
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
Pages: 1 2 3 4 5
সত্যিকারের বন্ধু আর ছায়ার মাঝে অনেকটাই মিল আছে।
কারণ, সত্যিকারের বন্ধু সুখে -দুখে ছায়ার মতোই পাশে থাকে।
বন্ধু বলে ডাকো যারে,
সে কি তোমায় ভুলতে পারে,
যেমন ছিলাম তোমার পাশে,
আজও আছি ভালোবেসে ।
একদিন হয়তো চলে যাবো পূথিবীর শেষ সিমানায়,
সে দিন ও দেখবে তুমি আছি তোমার কিনারাই,
স্রিতি হয়তো বলবে কথা, বলব নাক আমি,
পারলে দিয় মনে একটু জায়গা যেথাই থাকব আমি।
বন্ধু বল আমায় মনে রাখবে কি তুমি?
নয়ন জলে ভাসিয়ে দুচোখ কাঁদছো কেনো তুমি-
এই দেখো তোমার পাশে দাড়িয়ে আছি আমি-
তোমার চোখের এক ফোটা জল পড়বে নাকো নিচে-
যতো দিন আমি বন্ধু আছি তোমার পাশে ||
যে মানুষটি তোমার বিপদের সময় এড়িয়ে
সুখের সময় কাছে থাকে
সে তোমার প্রকৃত বন্ধু হতে পারেনা।
বরং যে মানুষটি তোমার বিপদের সময় পাশে থাকে
সেই তোমার প্রকৃত বন্ধু।
হারিয়ে যাব একদিন আকাশের এককোণে,
পাবেনা আমায় সেদিন খুঁজবে সব খানে,
হাসবো সেদিন ভাসবো তোমার চোখের জ্বলে,
সেদিন বুঝবে বন্ধু কাকে বলে ?
কে গো তুমি নাম কি গো তোমার,
তুমি কী পাগল না পাগলি,
পর কী শার্ট না শাড়ি,
মুখে কী মেকাপ না দাড়ি,
হাতে কি ব্যাসলেট না ঘড়ি,
তুমি কি নর না নারী,
তুমি কি জিন না পরি,
আমি কি তোমার বন্ধু হতে পারি?
বজরের পর বছর চলে যাবে,
চোখের অশ্রু শুকিয়ে যাবে,
কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনই শেষ হবে না।
ভালো বন্ধু হলো সেই,
যে আপনাকে আপনার মায়ের মতোই যত্নে আগলে রাখবে,
পিতার মতো শাসন করবে, বোনের মতো খুনসুটি,
ভাইয়ের মতো জ্বালাবে আর ভালবাসবে

"আপনার প্রেমের মানুষের থেকেও বেশী।"
সত্যিকারের বন্ধু জীবন থেকে
হারিয়ে যেতে পারে,
কিন্তু মন থেকে নয়।
সত্যিকারের ভালোবাসার মানুষ
জীবন থেকে চলে যেতে পারে
কিন্তু হৃদয় থেকে নয়।
Pages: 1 2 3 4 5