Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ব্রেকআপ হবার গল্প

Googleplus Pint
#1
_ কি হলো? কথা বলতেছিস না কেন?
_ হুম ঈশিতা । বলো।
_ আজিব। আমি কি তোর ট্রাপিজিয়াম এর মতো মুখ দেখার
জন্য বসে আছি??
_ ধুর কি বলো এইসব।
_ দেখ শুভ আমার কিন্তু এইসব মোটেও ভাল লাগে না। আমি
কিন্তু এইসব করতে আগেই না করছি।
_ ওকে। আর করবো না।
_ দেখ শুভ তুই যাই বলিস না কেন। আমি আর তোর সাথে
নাই।
_ আমার সাথে থাকবা না তো কই যাবা??
_ সেইটা তোকে বলতে হবে না। আমার যেখানে ইচ্ছা আমি
সেখানে যাবো। তাতে কার বাপের কি??
_ ধুর কি বলো এগুলা??
_ এটাই সত্তি কথা। আমি আর তোর মধ্যে কিছু খুঁজে পাচ্ছি
না। রস শেষ হয়ে গেলে কি আর আখ খেতে ভাল লাগে??
_ এইটা কেমন কথা??
_ যেমন কথাই হউক। আমি আর আখের ছোবড়া চিবুচ্ছি না।
_ তুমি কি অসুস্থ? শরীল খারাপ??
_ ধুর। আমার মাথা। আমি তোর মুখ দেখতে চাই না। ধুর হ
আমার সামনে থেকে।
_ ঈশিতা সত্তি করে বলো তো তোমার কি হইছে?? আমি
সত্তিই কিন্তু ভয় পাচ্ছি।
_ দেখ আমার তোরে জানি কেন এখন আর ভাল লাগে না। তুই
এতো বোরিং যে আমি খুবি ফেডাপ।
_ মানে কি?? এইসব কথা তো আগে কখনো বলো নাই। এখন
বলতেছ কেন??
_ সত্তি কথা বলতে কি শুভ আমার তোরে ঘেন্না লাগে।
আমি তোর কাছ থেকে মুক্তি চাই।
_ সত্তিই মুক্তি চাও??
_ হুম। I wann live like a bird. That’s not possible
if i keep connection with you.
টস করে একটা শব্দ হয়। ঈশিতা গালে হাত দিয়ে নীরবচারীর
মতো চলে যাচ্ছে। কেন জানি আর ফিরে তাকাই নি। বড্ড
বেশি ঘৃণা হচ্ছে নিজেকে। তীব্র গন্ধ বেরুচ্ছে, মনপোড়ার
গন্ধ।।।।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  একটি না পাওয়া ভালোবাসার সমাপ্তি Abir 15 6,364 01-31-2025, 06:02 PM
Last Post: atlas77
  [গল্প] একটা গল্প হতে পারত Abir 0 2,027 01-02-2018, 04:39 PM
Last Post: Abir
  [গল্প] তাসনিম লুকিয়ে লুকিয়ে দেখছে ছেলেটাকে Abir 0 2,531 01-02-2018, 04:36 PM
Last Post: Abir
  [গল্প] ছোবল Abir 0 2,113 01-02-2018, 04:34 PM
Last Post: Abir
  অজানা এক অনুভূতি লিখা: ইচ্ছে ঘুড়ি Abir 0 2,156 01-02-2018, 04:33 PM
Last Post: Abir
  লাভ ডায়রি: যে ভালোবাসায় হার মেনে যায় সব দুরত্ব Hasan 0 2,119 08-29-2017, 04:17 PM
Last Post: Hasan
  [Exclusive] ভালোবাসা অমর হয়ে রয় মোঃ আলমামুন আলম আরজু 0 2,201 03-09-2017, 11:09 AM
Last Post: মোঃ আলমামুন আলম আরজু
  গল্পঃ প্রেম নেই Hasan 0 2,652 03-01-2017, 06:48 PM
Last Post: Hasan
  গল্প: আমি নিষ্ঠুর, আমি পাষণ্ড Hasan 0 2,276 02-22-2017, 11:24 AM
Last Post: Hasan
  ভাল লাগায় মোড়ানো ভালবাসা Hasan 0 2,848 02-22-2017, 11:23 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)