Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

.....ফিরে পাওয়ার গল্প.....

Googleplus Pint
#1
গলাটা কষে এসেছে।পানি খাওয়া খুব জরুরী।
টেবিলে রাখা গ্লাসটাতে পানি ভরে চুমুক দিতে
গিয়ে ছুঁড়ে ফেলে রাস্তায় দৌড় শুরু করে
ছেলেটা।পুরো চার কিলোমিটার পথ
দৌড়ানোর পর পৌঁছায় এক বিয়ে বাড়িতে।
বিয়ে বাড়ির মূল ফটোকে ম্যাজিক বাতিতে
'শুভ বিবাহ' লেখা জলজল করছে।আর বাড়ির
চারপাশে জ্যোত্স্না বাতিতে আলোকিত
হয়ে আছে।বাচ্চারা ছুটাছুটি করছে,অনেকেই
জটলা পাকিয়ে গল্পের আসর জমিয়েছে।
সবাই আনন্দে হাসছে।শুধু কাঁদছে বিয়ের কনে
হৃদি।
.
হৃদির ফোন বেজে ওঠে-
-কিরে ঘাসফড়িং... কাল তোর বিয়ে তাই না?
-হ্যাঁ রে শুয়োপোকা!তুই জানিস না?(কান্না
লুকিয়ে)
-এলার্ম কার্ড তো দিয়েছিসই।তাতেই
দেখলাম তোর বিয়ে।
-হ্যাঁ তুই খুশি হইসনি?
-ঐ ঘাসফড়িং এটা কোন কথা হলো তোর
বিয়ে আর আমি খুশি হবো না?তবে বিয়েটা
কয়েকদিন পরে করলেই পারতিস।
-কেন তুই আমাকে বিয়ে করতিস?
-ধুর তোর মত একটা ঘাসফড়িংকে আমি
বিয়ে করবো?নিজেকে কখনো আয়নায়
দেখেছিস? (বুকের ভিতর ছ্যাঁত্ করে ওঠে)
-ওহ তাহলে?
-আমার বিয়ের জন্য মেয়ে খুঁজে দেবে কে?
-সেটা তো আমার বিয়ের পরও দিতে
পারবো।
-ওহ তা বটে! আচ্ছা বরকে ইমপ্রেস করার
জন্য অনেক করে সাজুগুজু কর।রাখছি।
-আচ্ছা ভাল থাকিস।
.
যাওয়ার সময় চার কিলোমিটারের রাস্তা
যেনো চার মিনিটে ফুরিয়ে গিয়েছিল।আর
এখন মনে হচ্ছে চার রাতেও ফুরাবে না।পা
এঁটে আসছে।পকেট থেকে সিগারেটটা ঠোঁটে
জ্বালিয়ে টানছে সুপ্ত।
.
ফোন বেজে ওঠে...
-কি রে ঘাসফড়িং আবার ফোন দিলি কেন?
-একটা কথা জানার ছিল!
-বল...
-তুই রবিকে পিটিয়েছিলি কেন?
-কেন আবার!তোকে টিজ করেছিল তাই।
-আর সোহান তো টিজ করেছিল না তাহলে
ওকে কেন পেটালি?
-ছাড় না এসব কথা।রুমে গিয়ে ফোন দিবো
রাখ।
-না এখনি বলতে হবে।
-জেদ করিস না হৃদি।
-হুম বলতেই হবে।
-সোহান তোর দিকে অন্যদৃষ্টিতে
তাকাতো।
-তাতে তোর কি?
-আমার ভাল লাগেনি ঐটা।
-কেন?আমাকে ভালবাসিস?
-ধ্যাঁত!!! রাখছি।(বুকের মাঝখানে ছোড়া
বসিয়ে দিয়েছে)
.
ঘুম আসছে না সুপ্ত'র।কিসের যেনো শূন্যতা অনুভব করছে।
টেবিলের ড্রয়ার খুলে
দেখে কয়েকটা ঘুমের ঔষুধ।কোন কথা না
ভেবেই মুখে পুড়ে খেয়ে নিলো।
.
পরদিন সকাল ১১টা।
ছেলেটার ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ
শার্টের কলার ধরে টানছে।কোন রকম
চোখটা খুলে যা দেখলো তার জন্য মোটেও
প্রস্তুত ছিল না।দেখছে- হৃদি সুপ্ত'র বুকে
মাথা ঠুকে ঠুকে কাঁদছে।তার পাশে সুপ্ত'র
মা।
-কি রে কি হইছে হৃদি?(আচমকা জেগে উঠে)
-তুই আমাকে ভালবাসিস সেটা আগে বলিসনি
কেন?
-এখনো তো বলিনি!
-বলিসনি তাতে কি,আমাকে টিজ করা দেখে
যে ছেলের খারাপ লাগতে পারে,অন্য নজরে যে
ভুল ধরতে পারে সে কি আমাকে ভাল না বেসে
পারে?
-হুম ভালবাসি।
-এই কথাটা আগে বললে কি হতো?
-এখন আর বলেই কি হবে!সব তো হয়ে গেছে।
-কিছু হয়নি চল এখনি আমাকে বিয়ে করবি।
-কিন্তু তোর তো আজ বিয়ে।
-একদম রাগাবি না বলছি।তোর বিয়ে করা
বউকে আবার কে বিয়ে করতে আসবে?
-হুম সেটাও ঠিক।আর এখন থেকে আমাকে
'তুই' না বলে মিষ্টি করে 'তুমি' বলতে হবে।
-সব হবে স্যার!
.
আচমকা ধেঁয়ে আসা ভালবাসাগুলো সব সময়
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  U4GM - Guide: Understanding the Value of Fallout 76 Items vs. Fallout 76 Caps in the Emberly 0 144 06-11-2025, 03:45 PM
Last Post: Emberly
  MonopolyGoStickers - How to Organize and Track Your Monopoly Go Stickers Collection Emberly 0 249 04-21-2025, 03:46 PM
Last Post: Emberly
  একটি না পাওয়া ভালোবাসার সমাপ্তি Abir 15 7,803 01-31-2025, 06:02 PM
Last Post: atlas77
  [গল্প] একটা গল্প হতে পারত Abir 0 2,176 01-02-2018, 04:39 PM
Last Post: Abir
  [গল্প] তাসনিম লুকিয়ে লুকিয়ে দেখছে ছেলেটাকে Abir 0 2,698 01-02-2018, 04:36 PM
Last Post: Abir
  [গল্প] ছোবল Abir 0 2,275 01-02-2018, 04:34 PM
Last Post: Abir
  অজানা এক অনুভূতি লিখা: ইচ্ছে ঘুড়ি Abir 0 2,323 01-02-2018, 04:33 PM
Last Post: Abir
  লাভ ডায়রি: যে ভালোবাসায় হার মেনে যায় সব দুরত্ব Hasan 0 2,282 08-29-2017, 04:17 PM
Last Post: Hasan
  [Exclusive] ভালোবাসা অমর হয়ে রয় মোঃ আলমামুন আলম আরজু 0 2,356 03-09-2017, 11:09 AM
Last Post: মোঃ আলমামুন আলম আরজু
  গল্পঃ প্রেম নেই Hasan 0 2,815 03-01-2017, 06:48 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)